হত্যা মামলায় গ্রেফতার আমু ও গোলাপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৫:৩৯ পিএম

আ. লীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু এবং সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু ও সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত। জুলাইয়ের গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুর থানার হত্যা মামলায় আমুকে এবং ধানমন্ডি থানার হত্যা মামলায় গোলাপকে গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (২৮ জুলাই) আসামিদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া আসামিদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আমুর মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের শিক্ষার্থী সুজন মাহমুদ মিরপুর থানাধীন এলাকায় অবস্থান করার সময় আসামিদের ছোড়া গুলি মাথার ডান পাশ দিয়ে ঢুকে ভেতরে আটকে থাকে। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের ২৩ আগস্ট মিরপুর থানায় হত্যা মামলা করেন নিহতের বড় ভাই সুলতান মাহমুদ।
গোলাপের মামলার অভিযোগ সূত্রে জানা যায়, জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানকালে গত বছরের ৪ আগস্ট ধানমন্ডির ঝিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনে অংশ নেন আব্দুল্লাহ সিদ্দিকি। ওই দিন বিকেল পৌনে ৪টার দিকে আসামিদের ছোড়া গুলিতে আহত হন ভুক্তভোগী। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।