×

জাতীয়

এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন: হাসনাত আবদুল্লাহ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১০:৩৯ পিএম

এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন: হাসনাত আবদুল্লাহ

ময়মনসিংহে জুলাই পদযাত্রা উপলক্ষে সভায় বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, খুবই দুঃখজনক বিষয় হলো আমাদের নাম–পরিচয়, এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমাদের নেতাকর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত; কিন্তু আপনি গিয়ে করবেন চাঁদাবাজি। এসব আমরা বরদাশত করবো না। 

সোমবার (২৮ জুলাই) বিকালে ময়মনসিংহে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন। নগরের টাউন হলের মাঠে বৃষ্টির মধ্যে এই সভা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের লাখ লাখ কর্মীর দরকার নেই। লাখ লাখ নেতার প্রয়োজন নেই। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না।

নিজের ঘরে আগে শুদ্ধি অভিযান চালাতে হবে উল্লেখ করে তিনি বলেন, আরেক ধরনের নেতাকর্মী রয়েছে, যারা হচ্ছে তেলবাজ ও সেলফিবাজ। এদের কোনও প্রোগ্রামে ডাকলে পাওয়া যায় না। ওদেরকে কোনও কাজে ডাকলে পাওয়া যায় না। নেতার পেছনে পেছনে ঘোরে। একটা সেলফি তুলে ফেসবুকে সেলফি–বাণিজ্য করে। 

এনসিপি নেতা বলেন, প্রশাসনে প্রশাসনে ছবি–বাণিজ্য করে। এদের প্রতিহত করবেন। আগে নিজের ঘর ঠিক করতে হবে। নিজের ঘরে শুদ্ধি অভিযান চালাতে হবে। আমার দরকার নেই এসব সেলফিবাজ, এসব তেলবাজ।

সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশে সংস্কার প্রক্রিয়া চলছে। ঐকমত্য কমিশন বলেছে, জুলাই সনদ হবে। আমরাও বলেছি, জুলাই সনদ হতেই হবে। সেটা ৫ আগস্টের মধ্যে। জুলাই সনদে আমরা দ্রুত সময়ের মধ্যে ঐকমত্য চাই। 

তিনি বলেন, আমরা বলেছি, নির্বাচন কমিশনসহ দুদক এবং পিএসসির নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। আমরা প্রত্যাশা করি, নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ, নিরপেক্ষ আদালত। এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন। ইনশাল্লাহ আমরা ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারবো।

এই পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতারা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা দ্বিতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ

টানা দ্বিতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ

জ্বরে মুখের রুচি কমলে করণীয় কী

জ্বরে মুখের রুচি কমলে করণীয় কী

নাসির উদ্দিন পাটোয়ারীকে নিয়ে যে মন্তব্য করলেন ছাত্রদল নেতা আউয়াল

নাসির উদ্দিন পাটোয়ারীকে নিয়ে যে মন্তব্য করলেন ছাত্রদল নেতা আউয়াল

যে কারণে এনসিপি‘র ওপর সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে

যে কারণে এনসিপি‘র ওপর সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App