×

ঢাকা

রাস্তা জুড়ে অরাজকতা, জিম্মি যাত্রীরা

Icon

এমএম সালাহউদ্দিন

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১০:৪৮ এএম

রাস্তা জুড়ে অরাজকতা, জিম্মি যাত্রীরা

যাত্রীদের জিম্মি করে পকেট কাটছে পরিবহনগুলো

ঈদকে সামনে রেখে শিল্পনগরী নারায়ণগঞ্জ থেকে হাজারো মানুষ ঘরমুখো হচ্ছেন। এরইমধ্যে বেশিরভাগ পোশাক কারখানা ও অন্য প্রতিষ্ঠান ঈদের ছুটি ঘোষণা করায় শুক্রবার সকাল থেকে নারায়ণগঞ্জে ঘরমুখো মানুষের প্রচণ্ড ভিড় দেখা গেছে।

আর এই সুযোগে যাত্রীদের জিম্মি করে পকেট কাটছে পরিবহনগুলো। নারায়ণগঞ্জের চাষাড়া থেকে সাইনবোর্ডের ভাড়া ১৫ টাকা, কিন্তু শুক্রবার সকালে যাত্রীদের এক কথায় জিম্মি করে ৫০ টাকা নিয়েছে অটোরিকশা থেকে শুরু করে সব ধরনের যানবাহন।

শুধু তাই নয়, সাইনবোর্ড থেকে ঢাকার ভাড়া ২০ টাকা। কিন্তও শুক্রবার সকালে শহরতলীতে চলাচল করা সব বাস ঢাকা যেতে ২০০ টাকা করে নিয়েছে। এক কথায় বাসে উঠলেই ২০০ টাকা গুনতে হয়েছে যাত্রীদের।

রাস্তায় এধরনের অরাজকতার কথা শুনে সেনাবাহিনী বিশেষ অভিযানে নামে। তারা ঢাকা-চ্টগ্রাম মহাসড়কের মেঘনা ঘাট এলাকায় চেক পোস্টের মাধ্যমে তল্লাশি করেন এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করেন।

এদিকে অতিরিক্ত যাত্রীর চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে। এতে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা। শুক্রবার (৬ জুন) সকালে মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।

পুলিশ জানায়, সকাল থেকে যমুনা সেতু থেকে রাবনা পর্যন্ত গাড়ির সারি রয়েছে, কিন্তু যানজট নেই। গাড়িগুলো ধীরগতিতে চলছে। 

যাত্রী ও কয়েকজন বাসচালক জানান, বুধবার (৪ জুন) রাত থেকেই উত্তরবঙ্গগামী লেনে গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সারাদিন যানজট ছিল। আর রাতে বিভিন্ন জায়গায় গাড়ি বিকল হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়। মহাসড়কে যানজট নিরসনে নিয়োজিত সেনাবাহিনী-পুলিশ কাজ করেছে।

যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে রেকার দিয়ে সরিয়ে নিতে সময় লাগায় যানজট লেগে যায়। এছাড়াও সদর উপজেলার ঘারিন্দা অংশে সকালে একটি মালবাহী ট্রাক উল্টে মহাসড়কে পড়ে যায়। এ সময় ৩ জন আহত হন। 

তাদের ভাষ্য রাতভর মহাসড়কে থেমে থেমে যান চলাচল করেছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আটকা পড়ে পশুবাহী শতাধিক গাড়ি।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ বলেন, মহাসড়কে একাধিক বাস বিকল হয়। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে অংশীজন অন্তর্ভুক্তি নিয়ে উদ্বিগ্ন তামাক শিল্প

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে অংশীজন অন্তর্ভুক্তি নিয়ে উদ্বিগ্ন তামাক শিল্প

বিশ্বের প্রথম উড-ডিজাইন মাদারবোর্ড আনলো গিগাবাইট

কাঠের নকশায় প্রযুক্তি বিশ্বের প্রথম উড-ডিজাইন মাদারবোর্ড আনলো গিগাবাইট

বিজয় দিবসের মেলায় আদিবাসী খাদ্য নিয়ে ‘আদিহাট’

বিজয় দিবসের মেলায় আদিবাসী খাদ্য নিয়ে ‘আদিহাট’

অর্থ পাচারের অভিযোগ থেকে অব্যাহতি পেল সাইমন ওভারসিজ

অর্থ পাচারের অভিযোগ থেকে অব্যাহতি পেল সাইমন ওভারসিজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App