×

ঢাকা

সাবেক ডিবি প্রধান হারুনের ভাইসহ ৩ কর্মকর্তাকে বরখাস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০২:৫০ পিএম

সাবেক ডিবি প্রধান হারুনের ভাইসহ ৩ কর্মকর্তাকে বরখাস্ত

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক কাউন্সিলর ছালেহা বেগমের বাড়িতে মাদকবিরোধী অভিযানের নামে প্রায় সাড়ে ৮ লাখ টাকা লুটের অভিযোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন আলোচিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের ছোট ভাই সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ জিয়াউর রহমান।

বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন গণমাধ্যমকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার রাতে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়। অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফের স্বাক্ষরিত অফিসে আদেশে বলা হয়, ছালেহা বেগমের বাড়ি থেকে টাকা আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে প্রধান কার্যালয়ে সংযুক্তপূর্বক সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ধারা ১২ এর উপধারা ১ মোতাবেক চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন- টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ জিয়াউর রহমান। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক জিয়াউর রহমান আলোচিত পুলিশ কর্মকর্তা সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের ছোট ভাই।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, ৫ আগস্টের পর মোহাম্মদ জিয়াউর রহমান টাঙ্গাইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন।

সাবেক কাউন্সিলর ছালেহা বেগম অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহা-পরিচালক, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগীর বাড়িতে অভিযানের মূলহোতা সহকারী উপ পরিদর্শক শামীম আল আজাদসহ আরও তিনজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ভুক্তভোগী নারী ও অভিযোগকারী সাবেক কাউন্সিলর ছালেহা বেগম ক্ষোভ প্রকাশ করেছেন।

অভিযোগে তিনি বলেন, ‘গত ১৮ জুন সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন প্রথমে আমার বাড়িতে অভিযান পরিচালনা করে কোনো মাদকদ্রব্য না পেয়ে তাদের গাড়ির তেল খরচের জন্য ২০ হাজার টাকা দাবি করেন। তখন আমি তাদের ১০ হাজার টাকা দেই। পরবর্তীতে তারা আমাকে বাকি ১০ হাজার টাকা মোবাইলফোনের মাধ্যমে পাঠিয়ে দিতে বলে চলে যান। কিছুক্ষণ পরে তারা পুনরায় আমার ঘরে প্রবেশ করে আসবাবপত্র এলোমেলো করতে থাকেন। পরে প্রায় ৩ ঘণ্টার অধিক সময় নাটকীয়ভাবে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার দেখানো হয়। একপর্যায়ে তারা ঘরের আলমারির তালা খুলে সেখানে থাকা নগদ ৬ লাখ ৬৬ হাজার টাকা নেন। আমার ছেলের ঘরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র এলোমেলো করে ও ঘরের আলমারির ড্রয়ারে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা নেন। টাকা নেওয়ার কারণ জানতে চাইলে আমাকে ও আমার ছেলের স্ত্রীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেন। পরে জবানবন্দি ভিডিও রেকর্ড করা হয়।’

ভুক্তভোগী সাবেক কাউন্সিলর ছালেহা বেগম বলেন, সহকারী উপপরিদর্শক শামীম আল আজাদসহ তিনজন সিপাই ফরহাদ আলী, প্রবাল চন্দ্র সরকার ও আল মামুন টাকার জন্য আমাকে সবচেয়ে বেশি নির্যাতন করেছে। এদের বিরুদ্ধে কোনো শাস্তি গ্রহণ করা হয়নি। এই চারজন মিলে আমাকে টানাহেচঁড়া করেছে। লাঠি চার্জসহ আলমারি ও আমার কাছে থেকে জোর করে টাকা নিয়েছে। খারাপ ভাষায় গালিগালাজ করেছে। আমি শামীমসহ আরও তিনজনের কঠিন বিচার চাই। এছাড়া আমি সামান্য বহিষ্কারে খুশি নই। আমি তাদের উপযুক্ত কঠিন বিচার চাই। একই সঙ্গে লুট হওয়া টাকা ফেরতের দাবি করছি।

তিনি আরো বলেন,আমি আজ বুধবার আদালতে মামলা করব। তারা মনগড়া সাময়িক বরাখাস্ত করল এইভাবে তো আমি আমার টাকা ফেরত পাব না।আমি বিচার পাব না। সেই জন্য আমি আদালতে মামলা করব।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরেই তদন্তকারী কর্মকর্তারা তদন্ত করে। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়। শামীম এ ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন। এ ঘটনার তদন্ত হবে, তদন্তকারী কর্মকর্তার বিষয়টি দেখবেন। আমরা রির্পোট দিলে আবার তদন্ত হবে। কার কি অপরাধ আছে, কে কে টাকা নিয়েছে এগুলো দেখা হবে। শামীম আল আজাদ এ ঘটনার মূলহোতা আমি যতটুকু জানি। অভিযানের নামে টাকা লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুদ্রানীতি শিথিল করবে বাংলাদেশ ব্যাংক, কমাবে সুদহার

মুদ্রানীতি শিথিল করবে বাংলাদেশ ব্যাংক, কমাবে সুদহার

প্রচণ্ড দাবদাহে ইউরোপে মৃত্যুর মিছিল

প্রচণ্ড দাবদাহে ইউরোপে মৃত্যুর মিছিল

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪০৬

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪০৬

মস্কো ও বেইজিংয়ে বোমা ফেলার হুমকি, ট্রাম্পের চাঞ্চল্যকর অডিও ফাঁস

মস্কো ও বেইজিংয়ে বোমা ফেলার হুমকি, ট্রাম্পের চাঞ্চল্যকর অডিও ফাঁস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App