ফুটবল ম্যাচে সন্ত্রাসী হামলা, নেতৃত্বে মাদক ব্যবসায়ী

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৩:০৫ পিএম

তরুণদের আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচে হামলা চালিয়েছে সন্ত্রাসী চক্র। ছবি : ভোরের কাগজ
গাজীপুরের শ্রীপুরে তরুণদের আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচে হামলা চালিয়েছে সন্ত্রাসী চক্র। হামলার নেতৃত্বে রয়েছে স্থানীয় কুখ্যাত মাদক ব্যবসায়ী বুলবুল ওরফে ক্ষুর বুলবুল।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে বরমী বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।
মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করে খেলাধুলার মাধ্যমে তাদের সুস্থ ধারায় ফেরাতে উদ্যোগ নেন আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মো. জাহিদ হাসান আকন্দ। তার উদ্যোগে একটি পরিত্যক্ত মাঠ সংস্কার করে খেলাধুলার উপযোগী করা হয়। সংস্কার শেষে স্থানীয়দের অংশগ্রহণে বিকেলে আয়োজিত হয় একটি প্রীতি ফুটবল ম্যাচ।
আরো পড়ুন : বাউফলে ডাকাতি, গণপিটুনিতে একজন নিহত
তবে খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরই মাঠে ঢুকে পড়ে ‘ক্ষুর বুলবুল’-এর নেতৃত্বাধীন সন্ত্রাসী চক্র। তারা খেলোয়াড় ও আয়োজকদের ওপর অতর্কিত হামলা চালিয়ে খেলা বন্ধ করে দেয়।
স্থানীয় সূত্র জানায়, বুলবুল শ্রীপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার মাস্টারের শ্যালক। এই রাজনৈতিক পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন। তার অত্যাচারে সাধারণ মানুষ, ব্যবসায়ী, ড্রেজার শ্রমিক এমনকি এলাকার প্রবীণ মুরব্বিরাও ভুক্তভোগী।
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তরুণ সমাজ ও সাধারণ মানুষ অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, মাদকবিরোধী সামাজিক উদ্যোগকে দমন করতেই এ হামলা চালানো হয়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।