ইয়েমেনে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৮:৩৩ এএম

ইয়েমেনে ইসরায়েলের হামলা
ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।
এতে তাৎক্ষণিকভাবে দুজন নিহত হওয়া খবর পাওয়া গেছে। হতাহতের সংষ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (২৪ আগস্ট) সানার প্রেসিডেন্ট প্রাসাদের একটি সেনা ঘাঁটি, দুটি বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানির একটি ডিপোতে ইসরায়েলি বিমান বোমাবর্ষণ করে।খবর টাইমস অব ইসরায়েলের।
এরআগে গত শুক্রবার ইসরায়েলে মিসাইল ছোড়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে ক্লাস্টার বোমার ওয়্যারহেড ব্যবহার করে তারা।
ওই মিসাইলের অংশ এক ইসরায়েলের বাড়িতে গিয়ে আছড়ে পড়ে। এর দুদিন পর দখলদার ইসরায়েল ইয়েমেনের রাজধানীতে হামলা চালাল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, একটি সামরিক ঘাঁটির কাছে ইয়েমেনের প্রেসিডেন্ট প্যালেস অবস্থিত। এই ঘাঁটি থেকে হুতিরা সামরিক কার্যক্রম পরিচালনা করে।
অপরদিকে যে দুটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে সেগুলোর বিদ্যুৎ হুতিরা সামরিক কাজে ব্যয় করে বলেও দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইয়েমেনে হামলায় এক ডজন বিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। যারমধ্যে যুদ্ধবিমান এবং রিফুয়েলিং বিমান ছিল। সামরিক একটি সূত্র জানিয়েছে, সানায় আজ ৩০টি বোমা ছোড়া হয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতা চালানোয় গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে হুতি বিদ্রোহীরা। ইয়েমেন থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার হলেও সেগুলো ইসরায়েলে পৌঁছে যায়।
হুতিরা হামলা চালানোর পর প্রায়ই ইয়েমেনে বিমান নিয়ে এসে হামলা চালায় ইসরায়েল। ইতিমধ্যে সানা বন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়ে সেগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইহুদিবাদীরা।