×

ঢাকা

গাজীপুরে জমি দখল নিয়ে বিরোধ, শিল্পপ্রতিষ্ঠানের সম্পত্তি ঝুঁকিতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ এএম

গাজীপুরে জমি দখল নিয়ে বিরোধ, শিল্পপ্রতিষ্ঠানের সম্পত্তি ঝুঁকিতে

ভিনসেন্ট টেকনোলজি লিমিটেডের জমির সামনে সাইনবোর্ড

গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় ভিনসেন্ট টেকনোলজি লিমিটেডের ক্রয়কৃত জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চরম আকার ধারণ করেছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মোস্তাফিজুর রহমান খান অভিযোগ করে বলেছেন, তার প্রতিষ্ঠানের কোটি কোটি টাকার সম্পত্তি এবং কাঁচামাল এখন নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। ইতিমধ্যে, প্রায় ৫ লাখ টাকার বিদ্যুৎ তার ও যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে বলেও তিনি জানান।

অভিযোগ সূত্রে জানা যায়, ভিনসেন্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মোস্তাফিজুর রহমান খান ২০২১ সালের ৪ অক্টোবর ১২৬৫৫/২১ নং সাফ কবলা রেজিস্ট্রেশন দলিল মূলে নাইমুর রহমান খান রিপন (৪৪) এর নিকট থেকে ৫৬ শতাংশ জমি ক্রয় করেন। এই জমির মধ্যে রিপনের পৈত্রিক ও ক্রয়কৃত ১১ শতাংশ জমিও অন্তর্ভুক্ত ছিল। জমি ক্রয়ের পর মোস্তাফিজুর রহমান খান নিয়ম অনুযায়ী নামজারি সম্পন্ন করে খাজনা পরিশোধ করে আসছেন। ১ নং বিবাদী নাইমুর রহমান খান রিপন নিজেই তাকে জমির সীমানা নির্ধারণ করে বুঝিয়ে দিয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে, সমস্যা শুরু হয় যখন মোস্তাফিজুর রহমান খান দলিলে উল্লেখিত চৌহদ্দি অনুযায়ী সীমানা প্রাচীর নির্মাণ করতে যান। এ সময় ৩ থেকে ৬ নং বিবাদী মোঃ হান্নান খান (৬৫), মোঃ মুনায়েম খান (৬২), মোঃ মোশারফ খান (৬০) এবং মোঃ মাসুদ খান (৫৭), মোঃ মুকুল খান (৫৫) সম্মিলিতভাবে বাধা সৃষ্টি করতে শুরু করেন। অভিযোগকারী বহুবার ১ নং বিবাদী নাইমুর রহমান খান রিপনের কাছে গিয়ে সীমানা প্রাচীর নির্মাণে সহযোগিতা চেয়েছেন। কিন্তু রিপন বিভিন্ন তারিখ ও সময় দিয়ে তাকে ঘুরিয়ে আসছেন বলে মোস্তাফিজুর রহমান খান জানান।

১৫ নভেম্বর, ২০২৪ তারিখে দুপুর ১২টার সময় মোস্তাফিজুর রহমান খান ১ নং বিবাদীর বাড়িতে গিয়ে তাকে খুঁজে পাননি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করেও কোনো সাড়া পাননি। উল্লেখ্য, ১ নং বিবাদীর বাড়ি অভিযোগকারীর প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের পাশেই অবস্থিত।

মোস্তাফিজুর রহমান খানের অভিযোগ, ১ নং বিবাদী নাইমুর রহমান খান রিপন তার ক্রয়কৃত জমির সীমানা প্রাচীর নির্মাণে সহযোগিতা না করে বরং তার হুকুমে ও প্ররোচনায় ৩ থেকে ৬ নং বিবাদীগণ তার দলিলের উল্লেখিত চৌহদ্দির ভেতরের জমি জবর দখল করে স্থাপনা নির্মাণের পাঁয়তারা করছেন। তিনি আশঙ্কা করছেন, আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো মুহূর্তে বিবাদীগণ রাতের আঁধারে অথবা তাদের অনুপস্থিতিতে স্থাপনা নির্মাণ করে ফেলতে পারেন।

অভিযোগকারী আরও জানান যে, ১ থেকে ৬ নং বিবাদী সকলেই আপন চাচাতো ভাই। তিনি নিরুপায় হয়ে স্থানীয় গণ্যমান্য লোকজনকে বিষয়টি জানিয়েছেন, কিন্তু বিবাদীগণ কারো কথায় কর্ণপাত করছেন না। এ সকল বিষয় স্থানীয় গণ্যমান্য লোকজনকে জানানোর পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ দায়ের করতে তার বিলম্ব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ভিনসেন্ট টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে এ এইচ এম মোস্তাফিজুর রহমান খান এই বিষয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কি নতুন মোড় আসছে?

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কি নতুন মোড় আসছে?

অবাধ ভোটাধিকার নিশ্চিত করবে জনগণের সরকার: আমিনুল হক

ফেব্রুয়ারির নির্বাচনে অবাধ ভোটাধিকার নিশ্চিত করবে জনগণের সরকার: আমিনুল হক

গাজীপুরে জমি দখল নিয়ে বিরোধ, শিল্পপ্রতিষ্ঠানের সম্পত্তি ঝুঁকিতে

গাজীপুরে জমি দখল নিয়ে বিরোধ, শিল্পপ্রতিষ্ঠানের সম্পত্তি ঝুঁকিতে

নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুত করার নির্দেশ ইসির

নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুত করার নির্দেশ ইসির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App