যুক্তরাষ্ট্র থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৫:০৩ পিএম
-68049496c80b8-6885f23d638ed-6886078fb4670.jpg)
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে ২৫টি উন্নতমানের উড়োজাহাজ কিনবে সরকার। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, ইতোমধ্যে এই অর্ডার দেয়া হয়েছে।
রোববার (২৭ জুলাই) রাজধানীর সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সচিবের অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে এখন পর্যন্ত ৩৪ জন নিহত হয়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনার ক্রয়াদেশ দিলো সরকার।
মাহবুবুর রহমান বলেন, বোয়িংয়ের ব্যবসা মার্কিন সরকার করে না, করে বোয়িং কোম্পানি। আমরা সেখান থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছি। এছাড়া ভারত ১০০টি, ভিয়েতনাম ১০০টি, ইন্দোনেশিয়া ১০০টি উড়োজাহাজ কেনার ক্রয়াদেশ দিয়েছে।
বাণিজ্য সচিব বলেন, ক্যাপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে বোয়িং কোম্পানি। সুতরাং তারা অনেক সময় নেবে।
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। মাঝে সময় মাত্র পাঁচ দিন। এর মধ্যে সমঝোতা না হলে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র। এতে তৈরি পোশাক শিল্পসহ দেশের রপ্তানি খাতে বিপর্যয় দেখা দিতে পারে।