ইউনিসেক্স সেলুন কোর্স এখন লুক ইনস্টিটিউটে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম
-68b5ad1cbc3c1.jpeg)
ছবি: সংগৃহীত
বাংলাদেশে এই প্রথম শুধু ইউরোপ ও অস্ট্রেলিয়াতে মাইগ্রেশনকারীদের জন্য দারুণ এক কার্যকরী ইউনিসেক্স সেলুন কোর্স অফার করছে দেশের টপ রেনকিং ট্রেইনিং ইন্সটিটিউট 'লুক ইন্সটিটিউট'।
পড়াশোনার পাশাপাশি বিউটি ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে এবং উন্নত জীবনযাপনের উদ্দেশে যারা মাইগ্রেশন করছেন, তাদের অনেকেরই ভ্রান্ত ধারণা-সেলুন মানেই পুরুষের হেয়ার কাট। পুরুষের পাশাপাশি নারীদের সৌন্দর্য চর্চার ও বিশেষ গুরুত্ব দেয়া হয় তা এখনো সিংহভাগ মানুষেরই অজানা। বর্তমানে ইউনিসেক্স সেলুন স্কিল এর অভাবনীয় চাহিদা রয়েছে সারা বিশ্বে, বিশেষ করে ইউরোপ ও অস্ট্রেলিয়াতে।
তাই ইউরোলিয়া নামের এই স্পেশাল কোর্সটি চালু করার মাধ্যমে ইউরোপ ও অস্ট্রেলিয়াগামী তরুণ-তরুণীদের জন্য অভাবনীয় সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। ইউরোলিয়া কোর্সটিতে থাকছে নারী পুরুষ উভয় হেয়ার কাট, ফেসিয়াল শেভিং, বিয়ার্ড ট্রিমিং এবং হেয়ার স্পা। বাড়তি ঝামেলা এড়াতে প্রশিক্ষণের যাবতীয় উপকরণ এবং মডেল একদম ফ্রি পেয়ে যাবেন শিক্ষার্থীরা।
২০১৬ সাল থেকে আধুনিক বিশ্বের উপযোগী দক্ষ বারবার এবং বিউটি ট্রেনিং প্রদানের অঙ্গীকার নিয়ে লুক ইন্সটিটিউট বৃহৎ পরিসরে নিষ্ঠার এবং সৃজনশীলতার সঙ্গে কাজ করে আসছে, যা বর্তমানে বাংলাদেশের সেরা বিউটি ট্রেইনিং স্কুল হিসেবে পরিচিত। এখানেও দক্ষতার সঙ্গে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন নারী ও পুরুষ প্রশিক্ষকেরা।
লুক ইন্সটিটিউট-এর প্রতিষ্ঠাতা আসগর মিরন বিশ্বাস করেন, বিউটি ইন্ডাস্ট্রির প্রশিক্ষণ খাতে যেমন নারী-পুরুষ ভেদাভেদ নেই। ঠিক তেমনি সৌন্দর্য চার্চায়ও রয়েছে সমান সম্ভাবনা।