×

খেলা

ডাচদের গুঁড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম

ডাচদের গুঁড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের

ছবি: সংগৃহীত

দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এ দাপুটে জয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো টাইগাররা। ফলে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো লাল সবুজ জার্সিধারীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে নেদারল্যান্ডস। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারায় তারা। দলীয় ১৪ রানে নাসুম আহমেদের শিকার হয়ে ১০ বলে ৮ রান করে ফেরেন ডাচ ওপেনার ম্যাক্স ও’দোদ। তার পরের বলেই প্যাভিলিয়নের পথ ধরেন তেজা নিদামানুরু। এতে হ্যাটট্রিকের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি নাসুম। সেই রেশ না কাটতেই তাসকিন আহমেদের শিকার হয়ে ১৭ বলে ২৪ রান করে সাজঘরের পথ ধরেন ওপেনার বিক্রমজিত সিং।  

তাতে ৩ উইকেট হারিয়ে পাওয়ার প্লে’র ৬ ওভারে ৪০ রান তোলে নেদারল্যান্ডস। পরে টপাটপ উইকেট খোয়ায় ডাচরা। মাঝে ১৭ বলে ১২ রান করেন শারিজ আহমেদ। তাকে বিদায় করেন তানজিম হাসান সাকিব। শেষ দিকে দলের হাল ধরেন আরিয়ান দাত। তবে বাকিরা তেমন সুবিধা করতে পারেননি। উইকেট হারাতে হারাতে খাদের কিনারায় চলে যায় সফরকারীরা। 

শেষ উইকেট জুটিতে ড্যানিয়েল ডোরামকে নিয়ে আগানোর চেষ্টা করেন আরিয়ান। ২৪ বলে ৩০ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। তাকে ফেরান শেখ মেহেদী হাসান। ফলে ১৭.৩ ওভারেই ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেন নাসুম আহমেদ। ২টি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান ১টি করে উইকেট তোলেন।    

জবাব দিতে নেমে সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যায় বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন অগ্রসর হন দেখেশুনে। ওপেনিং জুটি থেকে আসে ৪০ রান। ২১ বলে ২৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ইমন। তার বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক লিটন দাস। টিকে থাকা ওপেনার তানজিদের সঙ্গে দারুণ জুটি গড়েন তিনি। দুজনের ছান্দসিক ব্যাটিংয়ে জয়ের পথে এগোয় বাংলাদেশ। 

স্ট্রাইক রোটেট করে খেলেন তানজিদ। স্ট্রোকের ফুলঝুরিতে ফিফটি তুলে নেন তিনি। ৪০ বলে ৫৪ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন তানজিদ। লিটন দাস ১৮ বলে ১৮ রান করে ক্রিজে ছিলেন। ফলে ৪১ বল হাতে রেখে ৯ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। রাজকীয় এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা। নেদারল্যান্ডসের হয়ে একমাত্র উইকেটটি নেন কাইল ক্লেইন। সিরিজের তৃতীয় ম্যাচ আগামী ৩ সেপ্টেম্বর। সেখানেও জিততে পারলে ডাচদের হোয়াইটওয়াশ করবে স্বাগতিকরা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেকোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকসু নির্বাচন হবে: ঢাবি উপাচার্য

যেকোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকসু নির্বাচন হবে: ঢাবি উপাচার্য

ফ্যাটি লিভার নির্মূল বিশেষ খাদ্যাভ্যাসে, কী সেটি? কী কী খেতে হয়?

ফ্যাটি লিভার নির্মূল বিশেষ খাদ্যাভ্যাসে, কী সেটি? কী কী খেতে হয়?

১ সেপ্টেম্বর ২০২৫, একনজরে সারাদিন

১ সেপ্টেম্বর ২০২৫, একনজরে সারাদিন

দীঘি আউট, প্রভা ইন

দীঘি আউট, প্রভা ইন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App