×

শিক্ষা

বেসরকারি শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ বিভাগে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পিএম

বেসরকারি শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ বিভাগে

ছবি : সংগৃহীত

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ২০ শতাংশ নির্ধারণে নতুন প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৬ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি অফিস আদেশ গণমাধ্যমে পাঠায়।

এর আগে অর্থ বিভাগ শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া এক হাজার থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা নির্ধারণ করে আদেশ জারি করলে রোববার শিক্ষকরা আন্দোলনের ঘোষণা দেন। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে নতুন করে প্রস্তাব পাঠানো হয়।

প্রস্তাবে চারটি স্লটে বাড়িভাড়া বাড়ানোর হিসাব দেওয়া হয়, ১০ শতাংশ, ১৫ শতাংশ, ২০ শতাংশ ও নির্দিষ্ট ন্যূনতম ভাতা কত হবে তা উল্লেখ করা হয়। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করা এবং মেডিক্যাল ভাতা ৫০০ থেকে এক হাজার টাকা করারও সুপারিশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে উৎসব ভাতা বাবদ মূল বেতনের ৫০ শতাংশ, চিকিৎসা ভাতা ৫০০ টাকা এবং বাড়িভাড়া ১ হাজার টাকা পাচ্ছেন। তবে শিক্ষকদের দাবি অনুযায়ী বাড়িভাড়া ন্যূনতম ২০ শতাংশ করা হলে তা তিন হাজার টাকা থেকে শুরু হতে পারে।

আরো পড়ুন : বিশ্ব শিক্ষক দিবসে এক ব্যক্তিগত স্মৃতিচারণ ও দর্শন

অন্যদিকে, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, আমরা বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ এবং চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা করার দাবি জানিয়েছি। উৎসব ভাতাও ৭৫ শতাংশে উন্নীত করতে হবে। সরকারের প্রস্তাব আমাদের দাবির সঙ্গে সাংঘর্ষিক। তাই আমরা ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, মন্ত্রণালয় কেনো চারটি স্লটে প্রস্তাব পাঠালো তার জবাব আমরা পাইনি। আমাদের এক দফা দাবি, বাড়িভাড়া ন্যূনতম ২০ শতাংশ করতে হবে।

নতুন প্রস্তাবে কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব থাকলেও শিক্ষকদের ক্ষেত্রে সেই প্রস্তাব নেই বলে অভিযোগ তুলেছেন আন্দোলনরত শিক্ষকরা। তবে তারা জানিয়েছেন, আপাতত তাদের মূল দাবি বাড়িভাড়া ২০ শতাংশে উন্নীত করা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেষ হলো বিসিবি নির্বাচন, অপেক্ষা ফলাফলের

শেষ হলো বিসিবি নির্বাচন, অপেক্ষা ফলাফলের

বাংলাদেশে দ্রুত নির্বাচনের প্রত্যাশা ভারতের

বাংলাদেশে দ্রুত নির্বাচনের প্রত্যাশা ভারতের

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, পানিবন্দি লাখো মানুষ

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, পানিবন্দি লাখো মানুষ

বেসরকারি শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ বিভাগে

বেসরকারি শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ বিভাগে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App