×

শিক্ষা

শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীরা, সড়কে পুলিশের ব্যারিকেড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০২:২৫ পিএম

শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীরা, সড়কে পুলিশের ব্যারিকেড

অধ্যাদেশের দাবিতে শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

অংশীজনদের মতামতের ভিত্তিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) সকালে সাত কলেজের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এতে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ব্যারিকেড বসিয়েছে পুলিশ।

সকাল ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী প্রথমে শিক্ষা ভবনের সামনে জড়ো হন। পরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন।

আরো পড়ুন : পদযাত্রা ঘিরে ঢাকা কলেজে শিক্ষক–শিক্ষার্থী ধস্তাধস্তি

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, “অধ্যাদেশ নিয়ে টালবাহানা চলবে না”, “লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে”, “শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না” ইত্যাদি।

শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, সরকার সাত কলেজকে একত্র করে ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার ঘোষণা দিয়েছে, কিন্তু এখনো কোনো আইন বা অধ্যাদেশ জারি হয়নি। আমরা আজই অধ্যাদেশ চাই। বিলম্ব হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। সাত কলেজ হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোহলির আইপিএল ভবিষ্যৎ ঘিরে জল্পনা

কোহলির আইপিএল ভবিষ্যৎ ঘিরে জল্পনা

ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

সব জীবিত জিম্মি ফেরত পেয়েছে ইসরায়েল

সব জীবিত জিম্মি ফেরত পেয়েছে ইসরায়েল

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ যেদিন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ যেদিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App