×

শিক্ষা

সমালোচনার মুখে প্রাথমিকের সংগীত শিক্ষক পদ বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম

সমালোচনার মুখে প্রাথমিকের সংগীত শিক্ষক পদ বাতিল

ছবি : সংগৃহীত

ধর্মভিত্তিক সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে সৃষ্ট সংগীত শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে বাতিল করা হয়েছে শরীরচর্চা শিক্ষকের পদও।

এ দুটি পদ বাদ দিয়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’-এ কিছু শব্দগত সংশোধন আনা হয়েছে। এসব পরিবর্তন যুক্ত করে গত আগস্টে জারি করা মূল বিধিমালাটি সংশোধন করেছে মন্ত্রণালয়।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান গণমাধ্যমকে জানান, রোববার সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। আগের বিধিমালায় শিক্ষক পদ চারটি ক্যাটাগরিতে ভাগ করা হলেও সংশোধিত সংস্করণে রাখা হয়েছে দুটি। সংগীত ও শরীরচর্চা বিষয়ে সহকারী শিক্ষকের পদ নতুন বিধিমালায় আর নেই।

আরো পড়ুন : গণভোটে ঐকমত্য না হলে সরকারই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত: আসিফ নজরুল

পদ বাতিলের সিদ্ধান্ত ধর্মভিত্তিক সংগঠনগুলোর চাপের কারণে নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি মন্তব্য এড়িয়ে যান। তিনি বলেন, আপনারা এটি খতিয়ে দেখতে পারেন।

এদিকে, বিধিমালায় একটি শব্দগত পরিবর্তনও আনা হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব। তিনি বলেন, আগের বিধিমালায় মেধার ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের মধ্যে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের এবং বাকি ৮০ শতাংশ পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য উল্লেখ ছিল। আসলে ‘অন্যান্য বিষয়ে’ শব্দবন্ধটি বিভ্রান্তিকর ছিল। ৮০ শতাংশ পদের ক্ষেত্রে বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের প্রার্থীরাই আবেদন করতে পারবেন—এটি স্পষ্ট করার জন্য ওই অংশটি সংশোধন করে এখন বলা হয়েছে, ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রিধারী।’


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি

কোরআন-সুন্নাহর বাইরে আইন হবে না: মির্জা ফখরুল

কোরআন-সুন্নাহর বাইরে আইন হবে না: মির্জা ফখরুল

এনসিপি ছেড়েছি, রাজনীতি নয়: তাজনূভা জাবীন

এনসিপি ছেড়েছি, রাজনীতি নয়: তাজনূভা জাবীন

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App