×

জাতীয়

গণভোটে ঐকমত্য না হলে সরকারই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত: আসিফ নজরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০১:১৯ পিএম

গণভোটে ঐকমত্য না হলে সরকারই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত: আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরিষদের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে ঐকমত্য না হলে সরকার নিজ উদ্যোগে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, গণভোট সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জমা দিতে বলা হয়েছে। আমরা কোনো আল্টিমেটাম দিইনি, কেবল আহ্বান জানিয়েছি। যদি তারা ব্যর্থ হয়, সরকার প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে।

তিনি বলেন, সরকার আর কোনো আলোচনার আয়োজন করবে না। গত ১৫ বছরে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিকূল পরিস্থিতিতে একসঙ্গে আন্দোলন করেছে, নির্যাতনের শিকার হয়েছে। এবারও তারা নিজেরাই একটি ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করবে বলে আশা করছি।

আরো পড়ুন : সংকটময় মুহূর্তে দেশ, ভবিষ্যৎ নির্ধারণ করবে আসন্ন নির্বাচন: সিইসি

জুলাই সনদ বাস্তবায়নের পর রাজনৈতিক দলগুলোর মতভেদ নিরসনে অন্তর্বর্তী সরকার আর কোনো মধ্যস্থতা করবে না বলেও জানান আসিফ নজরুল।   ড. আসিফ নজরুল বলেন, দলগুলোকে স্ব-উদ্যোগে আলোচনায় বসে গণভোটের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়।

আইন উপদেষ্টা বলেন, গণভোটের সময়সূচি ও বিষয়বস্তু নির্ধারণের জন্য এখন চূড়ান্ত সিদ্ধান্ত প্রয়োজন। বর্তমান প্রেক্ষাপটে আর সময় নষ্টের সুযোগ নেই। যদি দলগুলো ঐক্যবদ্ধ নির্দেশনা দিতে না পারে, সরকার নিজ দায়িত্বে সিদ্ধান্ত গ্রহণ করবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন আসনে লড়বেন খালেদা জিয়া, তারেক রহমান একটিতে

তিন আসনে লড়বেন খালেদা জিয়া, তারেক রহমান একটিতে

গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্য বৃদ্ধির আশঙ্কা আইএসপিএবির

গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্য বৃদ্ধির আশঙ্কা আইএসপিএবির

২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির (পূর্ণাঙ্গ তালিকা)

২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির (পূর্ণাঙ্গ তালিকা)

রাজনীতি নয়, দেশ আগে

রাজনীতি নয়, দেশ আগে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App