×

শিক্ষা

অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্সল্যাব অবরোধে সাত কলেজের শিক্ষার্থীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম

অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্সল্যাব অবরোধে সাত কলেজের শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাবে এসে তারা অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিতব্য উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর হালনাগাদ খসড়ার অনুমোদন দিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করার দাবি জানান তারা।

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, সাত কলেজকে সমন্বয় করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরবর্তীতে স্টেকহোল্ডারদের সঙ্গে একাধিক পরামর্শ সভার মাধ্যমে খসড়াটি হালনাগাদ করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির শুরুতেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হলেও এখনো কার্যকর কোনো অগ্রগতি হয়নি। এ কারণেই তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে নামেন।

তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক উৎকর্ষ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতেই অধ্যাদেশটি প্রণয়ন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রীপরিষদ বিভাগের নীতিগত সম্মতি ও লেজিসলেটিভ বিভাগের ভেটিং সম্পন্ন করে এটি উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসন সমঝোতা নিয়ে ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

আসন সমঝোতা নিয়ে ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

থাইল্যান্ডে চলন্ত ট্রেনে ক্রেন পড়ে নিহত ২২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনে ক্রেন পড়ে নিহত ২২

নির্বাচনের সময়সূচি নিয়ে কোনো আপস নয়: প্রধান উপদেষ্টা

নির্বাচনের সময়সূচি নিয়ে কোনো আপস নয়: প্রধান উপদেষ্টা

বিয়ে করলেন রাফসান-জেফার

বিয়ে করলেন রাফসান-জেফার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App