সোনার কণার মতো তা আমার মনে লেগে আছে
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ০৯:১৭ পিএম
জয়া আহসান/ফাইল ছবি।
একসাথে বসে জয়া ও অতনু
শুটিং টাইমে তারা
ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় ডিরেক্টর অতনু ঘোষের জন্মদিন আজ। তাই এমন দিনে অতনু ঘোষকে শুভেচ্ছা জানাতে ভুল করলেন না দুই বাংলার জনপ্রিয় আরেক অভিনেত্রী জয়া আহসান।
[caption id="attachment_236898" align="alignnone" width="960"]
একসাথে বসে জয়া ও অতনু[/caption]
বুধবার (১২ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে অতনু ঘোষকে শুভেচ্ছা জানান জয়া। একসাথে কাজ করতে গিয়ে যতো আবেগ জমা হয়েছে তা যেন ঢেলে দেন দুই কথার মাধ্যমেই। তাইতো জয়া লিখলেন.........
[caption id="attachment_236899" align="alignnone" width="2048"]
শুটিং টাইমে তারা[/caption]
“অতনুদা, তোমার মতো সংবেদনশীল মানুষ হয় না। মানুষটাকে উপচে গিয়ে তোমার ছবিতেও তার গভীর স্পর্শ লেগে থাকে। সোনার কণার মতো তা আমার মনে লেগে আছে। তুমি আরও অনেক দিন ধরে বাংলা ছবিকে এভাবে সোনালি আলোয় ভরিয়ে তোলো। শুভ জন্মদিন।”
