ডায়ানার হার পরে জনসম্মুখে কিম কার্দাশিয়ান

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ এএম

মার্কিন তারকা কিম কার্দাশিয়ান। ছবি : সংগৃহীত
ব্রিটেনের রাজবধু ও কিং চার্লসের প্রথম স্ত্রী প্রিন্সেস ডায়ানার হীরেসহ পান্নাজাতীয় মূল্যবান পাথরগুলোতে মোড়ানো ‘এটলাস ক্রস’ নামের বিশেষ হারটি পরে জনসম্মুখে এলেন সুপারস্টার ও মার্কিন তারকা কিম কার্দাশিয়ান।
শনিবার (২ নভেম্বর) লস অ্যাঞ্জেলেসের আর্ট ফিল্ম গালার একটি প্রদর্শনীতে বহুমূল্যবান ওই গহনা প্রদর্শন করেন তিনি।
কিম কার্দাশিয়ানের ফ্যাশন ইতিহাস অপরিচিত নয়। তার ব্যক্তিগত সংরক্ষণাগারে এলিজাবেথ টেলরের হীরা এবং জেড লোরেন শোয়ার্টজ ব্রেসলেটের মতো মূল্যবান অলঙ্কার রয়েছে।
স্কয়ার-কাট পান্নাজাতীয় মূল্যবান পাথর এবং প্রস্বরিত বৃত্তাকারে কাটা হীরেতে বসানো এই ‘ক্রস’। সেখানে হীরের ওজন হলো ৫.২৫ ক্যারেট। নেকলেসটি কিনতে কিম কার্দাশিয়ানের খরচ হয়েছিল মাত্র ১ লাখ ৪৫৩ মার্কিন ডলার। নেকলেসটি তিনি কিনেছিলেন বিশ্বখ্যাত নিলাম প্রতিষ্ঠান ‘সদেবি’র রাজকীয় ও মহৎ নিলাম’ থেকে।
একটি বিবৃতিতে সদেবি নামের ব্রিটিশদের প্রতিষ্ঠিত মার্কিন এবং বিশ্বের সবচেয়ে বড় ফাইন আর্টস ও ডেকোরেটিভ আর্টের বহুজাতিক প্রতিষ্ঠানের লন্ডন অফিসের জুয়েলারি বিভাগের প্রধান ক্রিসচেন স্পপেফ বলেছিলেন, ‘এ একটি দুর্দান্ত রত্নরাজি তার আকারের দিক থেকেও, রং এবং স্টাইলের দিক থেকেও অনন্য; যাকে কোনো স্পন্দনশীল অনুভূতিতে প্রকাশ করা সম্ভব নয়। বিশ্বাস এবং ফ্যাশনের অনন্য উপস্থাপক। আমরা আনন্দিত যে, বহুমূল্যের এই প্রিন্সেস ডায়নার গলার হার নতুন একটি জীবনের ঠিকানা খুঁজে পেল অবশেষে আরেকজন বিশ্বজুড়ে বিখ্যাত নাম ও মানুষের কাছে।’
অফিসটি কৃতজ্ঞতার সঙ্গে আরো জানিয়েছছিলেন যে, ‘তাদের নিয়মিত ক্রেতা কিম কাদার্শিয়ান সম্মানিত বোধ করেছেন, প্রিন্সেস ডায়নার মতো নারীর ব্যক্তিগত অলংকারটি লাভ করতে পেরে।’
‘এটলাস ক্রস’ নামের বিশেষ হারটি ডায়নার গলায় শোভা পেয়েছে মাত্র দুবার। প্রথমবার ১৯৮৫ সালের ২৯ এপ্রিল ভ্যাটিকানের অ্যাপোসটোলিক প্যালেসে ‘পোপ জন পল-২’ এর সঙ্গে তাদের দুটি দেশের প্রধান হিসেবে প্রিন্স চার্লসের ব্যক্তিগত প্রথম আলোচনা সভায়। আর দ্বিতীয়বার ১৯৮৭ সালে একটি দাতব্য অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তার এই ‘এটলাস ক্রস’ সবার নজর দারুণভাবে কেড়েছিল।
তার পরনে ছিল তাদের পরিবারের মহারানী ভিক্টোরিয়ার আমলের বিখ্যাত স্টাইলের ভেলভেট বা মখমলের আরেকটি মূল্যবান গাউন। তার সেই পোশাকের নকশা করেছিলেন ফ্যাশন ডিজাইনার পরিবারের বিখ্যাত সদস্য ক্যাথেরাইন ওয়াকার, তার করা একটি কালো সমাধি পোশাকেই ১৯৯৭ সালের ১৩ আগস্ট প্রিন্সেস ডায়নাকে সমাহিত করা হয়েছে।
আরো পড়ুন : ৭০ হাজারের বেশি বিয়ের প্রস্তাব পেয়েছেন বীনা মালিক