×

অন্যান্য

প্রশাসনে বিএনপি-জামায়াতের পুনর্বাসন হয়েছে: নুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ পিএম

প্রশাসনে বিএনপি-জামায়াতের পুনর্বাসন হয়েছে: নুর

নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

প্রশাসনে বিএনপি-জামায়াতের সমর্থকদের পুনর্বাসনের অভিযোগ তুলেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (২ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নুর বলেন, জুলাই অভ্যুত্থান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হলেও এর সঙ্গে বিভিন্ন সংগঠন যুক্ত ছিল। এ দেশে পেশাজীবী সমাজের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো অভ্যুত্থান সফল হয়নি, বলেও মন্তব্য করেন তিনি।

জনপ্রশাসন ও পুলিশে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি উল্লেখ করে নুর বলেন, পুলিশকে যারা পেটোয়া বাহিনীতে পরিণত করেছিল, সেই ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

তিনি বলেন, প্রশাসনে বিএনপি-জামায়াতপন্থিদের পুনর্বাসন জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অভ্যুত্থানে ছাত্রদের অবদান নিয়ে তিনি বলেন, ছাত্রদের ত্যাগ ও নেতৃত্ব ভুলে গেলে এর ফল শুভ হবে না।

আরো পড়ুন : এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা রোববার

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বারবার কেন শহীদ হতে হচ্ছে? কেন জীবন দিতে হচ্ছে? তাহলে কি আমরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি না?

জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য কতটা পূরণ হয়েছে, এ নিয়ে প্রশ্ন তুলে মঈন খান বলেন, শহীদদের শুধু শ্রদ্ধা জানালেই ১৮ কোটি মানুষ সন্তুষ্ট হবে না। আমরা বাস্তব পরিবর্তন চাই। সংস্কার দেখানোর জন্য নয়। কসমেটিক সংস্কার দিয়ে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে না।

জুলাই গণহত্যার বিচার নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, যদি আলাদাভাবে ১৬০০ মামলা করা হয়, তাহলে ১৬০০ বছর লাগবে। সাধারণ আইন দিয়ে বিশেষ পরিস্থিতির বিচার সম্ভব নয়। সদিচ্ছা থাকলে ১৬ ঘণ্টার মধ্যেই রায় সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রবিবার সীমিতভাবে খুলছে মাইলস্টোন, শুরুতেই হচ্ছে না পাঠদান

রবিবার সীমিতভাবে খুলছে মাইলস্টোন, শুরুতেই হচ্ছে না পাঠদান

রবিবার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

ছাত্রদল-এনসিপির সমাবেশ রবিবার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

প্রশাসনে বিএনপি-জামায়াতের পুনর্বাসন হয়েছে: নুর

প্রশাসনে বিএনপি-জামায়াতের পুনর্বাসন হয়েছে: নুর

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ রবিবার

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ রবিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App