আন্দোলনে নিহতদের পরিচয় শনাক্তে মরদেহ কবর থেকে তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৩ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় শনাক্তে কবর থেকে মরদেহ উত্তোলন করে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২ আগস্ট) রাজধানীর রায়েরবাজার কবরস্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, অনেক মরদেহ শনাক্ত না করেই দাফন করা হয়েছিল। এখন প্রায় সবাই কবর থেকে মরদেহ তোলার বিষয়ে একমত হয়েছেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে। কেউ মরদেহ নিজ গ্রামে নিতে চাইলে সেটিও অনুমোদন দেওয়া হবে।
উপদেষ্টা বলেন, এ কাজে বেশি সময় লাগবে না। যেহেতু ডিএনএ পরীক্ষা হবে, সেটিই এক প্রকার ময়নাতদন্তের মতোই হবে। ডাক্তার ও সংশ্লিষ্ট কমিটি পুরো প্রক্রিয়া তদারকি করবে।
কবরস্থানে ১১৪ জন শহীদকে দাফন করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেখানে তাদের কবর দেওয়া হয়েছে, সেই স্থানটি সিটি করপোরেশন মার্বেল পাথর ও টাইলস দিয়ে বিশেষভাবে ঘিরে দিচ্ছে। তবে কাজের মান নিয়ে আমি অসন্তুষ্ট, দুর্নীতি নিয়ে আপনারা লেখেন, এখানে দুই নম্বর ইট ব্যবহার হচ্ছে।
আরো পড়ুন : আ. লীগ গোপনে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর
এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের গণমাধ্যম সরব আছে বলেই বিদেশি মিডিয়াগুলোর প্রভাব কমছে। ৫ আগস্ট বর্ষপূর্তি ঘিরে কোনো শঙ্কা নেই, আপনারা যেভাবে সহযোগিতা করছেন, তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
বসুন্ধরায় আওয়ামী লীগের গোপন সভা এবং তাতে সেনা কর্মকর্তার সংশ্লিষ্টতা প্রসঙ্গে তিনি বলেন, যেই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।