×

বিনোদন

মঞ্চ মাতালেন ঐশী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম

মঞ্চ মাতালেন ঐশী

ফাতিমা তুয যাহরা ঐশী

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে গান নিয়ে দেশ-বিদেশ ছুটছেন সংগীতশিল্পীরা। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে জমকালো সব গানের আয়োজন।

তারই ধারাবাহিকতায় এবার কয়েক হাজার পরিবেশককে সুরের মূর্ছনায় মাতালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী; তার সঙ্গে ছিলেন কণ্ঠশিল্পী সুইটিও।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পান্না গ্রুপের আয়োজনে ‘পরিবেশক সম্মেলন ২০২৩-২৪’ অনুষ্ঠিত হয়। রাজধানীর হাজারীবাগে পান্না গ্রুপের প্রধান কার্যালয়ে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে উপস্থিত হন কয়েক হাজার পরিবেশক।

সংগীত সন্ধ্যার পাশাপাশি অনুষ্ঠানে পাঁচশ’ জনকে অ্যাওয়ার্ড প্রধান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. লোকমান হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো. শহিদ খান (ডিরেক্টর অপারেশন), গোপাল চন্দ্র ঘোষ (ব্যবস্থাপনা উপদেষ্টা) এবং এ. কে. এম. মহিবুল্লাহ (সিনিয়র জিএম সেলস অ্যান্ড মার্কেটিং)। এছাড়া উপস্থিত ছিলেন গ্রুপের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারাও। আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানে র‍্যাফেল ড্র’র মাধ্যমে মোটরসাইকেলসহ আকর্ষণীয় সব পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথির বক্তবে আলহাজ্ব মো. লোকমান হোসেন বলেন, আমাদের প্রতিষ্ঠানের কর্মীদের উজ্জীবিত করতে প্রতি বছর এই আয়োজন করা হয়। এই বছর সারাদেশের পরিবেশকদের মধ্য থেকে ১৩৮ জনকে সেরা পরিবেশক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আশা করি, এতে তারা দ্বিগুণ উৎসাহে ব্যবসা পরিচালনা করবেন।

সবশেষ মঞ্চে ওঠেন গানের শিল্পীরা। অনুষ্ঠানে ঐশী গেয়ে শোনান তার জনপ্রিয় গানগুলো। জমকালো এই আয়োজন শেষে ঐশী বলেন, এ ধরনের আয়োজনে অংশ নিতে আমার সবসময় ভালো লাগে। এতে কোম্পানির কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা উজ্জীবিত হয়ে থাকেন। নিদারুণ ব্যস্ততার মাঝে বছরের অন্তত একটি দিন তাদের আনন্দে কাটে। আর তাদের আনন্দ দিতে পারলে, নিজেকে সার্থক মনে হয়। পান্না গ্রুপের সকল কর্মী ও পরিবেশকদের ঐশী এক্সপ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App