×

বিনোদন

শেখ সাদীর ‘কুফা’ বিস্ফোরণ হবে: পরীমণি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৪:৪৬ পিএম

শেখ সাদীর ‘কুফা’ বিস্ফোরণ হবে: পরীমণি

শেখ সাদী ও পরিমণি

তরুণ গায়ক শেখ সাদী ছয় বছর আগে ‘ললনা’ শিরোনামের গান দিয়ে সংগীতজগতে নিজের অবস্থান জানান দিয়েছিলেন। এরপর নিয়মিত নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করে আসছেন তিনি। এবার আসছে তার নতুন গান ‘কুফা’। গানটি নিয়ে ইতোমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। জানা গেছে, তিনি গানটি শুনেছেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন— ‘কুফা’ হবে একটি বিস্ফোরণ!

বুধবার (২৯ জানুয়ারি) দিনের যেকোনো সময় প্রকাশিত হবে শেখ সাদীর নতুন এই গান। গানটি নিয়ে নিজের ফেসবুকে পোস্টও দিয়েছেন গায়ক, যেখানে তার ভক্ত-শ্রোতারা মন্তব্যের ঘরে অপেক্ষার বার্তা দিচ্ছেন। সঙ্গীতপ্রেমীরা অধীর আগ্রহে রয়েছেন গানটি শোনার জন্য। শেখ সাদীর ‘কুফা’ তার আগের গানগুলোর মতোই জনপ্রিয়তা পাবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

গানে প্রাতিষ্ঠানিকভাবে হাতেখড়ি হয়নি শেখ সাদীর। পাননি কোনো গুরুর সান্নিধ্য। তারপরও জীবনের প্রথম গান গেয়ে কোটি শ্রোতার ক্লাবে ঢুকে যান এই তরুণ। তা-ও আবার এক-দুই কোটি নয়, সাদীর সেই গান এখন ১৫৪ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। প্রথম গান গেয়েই ইউটিউবে আলোচিত হওয়ার এমন নজির বাংলাদেশে খুব একটা নেই।

মাদারীপুরে জন্ম নেয়া শেখ সাদীর বেড়ে ওঠা ঢাকার পাশে টঙ্গীতে। উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসির পাট চুকিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তিনিও বিবিএ শেষ করেছেন। 

রেকর্ড সৃষ্টি করা ‘ললনা’ গানটি নিয়ে সাদী বললেন, ‘গান গাওয়ার চেয়ে লিখতে পছন্দ করতাম বেশি। নিজের জন্যই লিখতাম। গানটি যখন তৈরি করি, তখন আইইউবিতে বিবিএ নবম সেমিস্টারে পড়ি। একদমই মজা করে এই গান লেখা। বন্ধুরাও বলল, “গানটি তুই গাইতে পারিস। শাহরিয়ার রাফাতের সংগীতায়োজন এরপর সুর করে গাই। নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করি। শ্রোতারা গানটি পছন্দ করেন।’

‘ললনা’ গানের পর শেখ সাদীর গাওয়া অন্য গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘আজ মন ভালো নেই’, ‘অভিমান’, ‘একা আমি’, ‘দোলে দোলে’, ‘চোখের বারান্দায়’, ‘লড়বে বাংলাদেশ’, ‘ললনা ২’, ‘প্রাণ আসে যায়’, ‘এক শতে ১০০’, ‘সাজনা’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App