×

বিনোদন

ভালো লাগে ভালোবাসা পেতে: পূর্ণিমা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১০:৪৭ পিএম

ভালো লাগে ভালোবাসা পেতে: পূর্ণিমা

ঢালিউড অভিনেত্রী পূর্ণিমা। ছবি: সংগৃহীত‘

ঢালিউড অভিনেত্রী পূর্ণিমার আজ জন্মদিন। একসময়ের জনপ্রিয় এ অভিনেত্রী এখন খুব একটা রুপালি পর্দায় দেখা যায় না। এ অভিনেত্রী চট্টগ্রামে পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করলেও বেড়ে ওঠেন ঢাকায়। বর্তমানে স্বামী ও সন্তানের সঙ্গে ঢাকাতেই বসবাস করছেন তিনি। তবে সময় অনেক কথা বলে।  সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তার বিশেষ দিনটি কীভাবে কাটাবেন সে বিষয়ে কথা বলেন পূর্ণিমা।

অভিনেত্রী বলেন, বড় কোনো পরিকল্পনা নেই। ঢাকাতেই থাকব। রাজধানীর আশপাশে কোথাও যাব। নিজেদের মতো করে সময় কাটাব। বিশেষ দিনে দর্শকদের বাড়তি ভালোবাসা পাওয়া যায়— এটিই স্বাভাবিক। ভালো লাগে মানুষের ভালোবাসা পেতে। এটা অন্যরকম অনুভূতি বলে জানান পূর্ণিমা। দেখুন, সুখ-দুঃখ মিলিয়েই তো জীবন। জীবনে সুখ থাকবে, দুঃখ থাকবে, সবই থাকবে। সবকিছু মিলিয়েই জীবন। সবকিছু নিয়েই ভালো আছি।

১৯৯৮ সালে দিলারা হানিফ পূর্ণিমা পরিচালক জাকির হোসেন রাজুর 'এ জীবন তোমার আমার' সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয়। এরপর অভিনেত্রীকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। শুধুই এগিয়ে যাওয়ার পালা। ক্যারিয়ারে তার অভিনীত ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার 'মনের মাঝে তুমি' সিনেমাটি সুপারডুপার হিট হয়। অভিনেত্রী হিসেবে এ সিনেমাটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। মতিউর রহমান পানুর পরিচালনায় এ সিনেমায় পূর্ণিমার বিপরীতে ছিলেন অভিনেতা রিয়াজ।

আরেকটি সফল সিনেমা 'হৃদয়ের কথা'। এসএ হক অলিক পরিচালিত 'হৃদয়ের কথা' সিনেমাতেও নায়ক ছিলেন রিয়াজ। এ সিনেমার গানগুলোও আজও বেশ জনপ্রিয়। একই পরিচালকের 'আকাশ ছোঁয়া ভালোবাসা' সিনেমায় অভিনয় করেন পূর্ণিমা। পূর্ণিমা অনেক নায়কের বিপরীতে অভিনয় করলেও শুধু রিয়াজের বিপরীতে করেছেন ২৫টি সিনেমা। এ জুটিই তার ক্যারিয়ারে ভিত্তি গড়ে দিয়েছে। এ ছাড়া  মান্না, শাকিব, ফেরদৌসসহ আরও অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শিক্ষার্থীদের মিলনমেলা

সামার ওরিয়েন্টেশন ২০২৫ ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শিক্ষার্থীদের মিলনমেলা

জাতিকে আলোর পথে নিতে যারা নিঃশব্দে কাজ করছেন

খাদ্য, নৈতিকতা ও নেতৃত্ব জাতিকে আলোর পথে নিতে যারা নিঃশব্দে কাজ করছেন

শিক্ষার্থী-নেতৃত্বাধীন বিপ্লব: বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

শিক্ষার্থী-নেতৃত্বাধীন বিপ্লব: বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

পুরান ঢাকায় প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: গ্রেপ্তার ৪, বহিষ্কার যুবদলের দুই নেতা

পুরান ঢাকায় প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: গ্রেপ্তার ৪, বহিষ্কার যুবদলের দুই নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App