×

বিনোদন

এবার শাকিব খানের নায়িকা হচ্ছেন তানজিন তিশা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৬:৪২ পিএম

এবার শাকিব খানের নায়িকা হচ্ছেন তানজিন তিশা!

ঢালিউড কিং শাকিব খান এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে নতুন ছবির শুটিং শুরু করছেন ঢালিউড কিং শাকিব খান। তবে ছবিটির নাম এখনও চূড়ান্ত হয়নি। এ ছবি পরিচালনা করবেন বিজ্ঞাপন ও টিভি নাটক নির্মাতা সাকিব ফাহাদ। ছবিটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে, বাকিটা বাংলাদেশে।

এরই মধ্যে এ নিয়ে আলোচনার ঝড় বইতে শুরু করেছে। গুঞ্জন উঠেছে, এ ছবিতে শাকিব খানের নায়িকা হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মৌখিকভাবে সব কিছু চূড়ান্ত হয়ে গেছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সেই ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।

ইতোমধ্যে চাউর হয়েছিল, এই ছবিতে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। তবে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সরাসরি সেনা কর্মকর্তার ভূমিকায় থাকছেন না তিনি। তাকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক দক্ষ এজেন্ট হিসেবে। দেশের জন্য একের পর এক লোমহর্ষক অপারেশন সম্পন্ন করেন তিনি।

ছবির গল্পে বাস্তব ঘটনার অনুপ্রেরণা রয়েছে। তবে এতে যোগ হয়েছে নাটকীয়তা ও অ্যাকশন। দেশের রাজনৈতিক পরিস্থিতি, দায়িত্ব পালনকালে এক এজেন্টের মানসিক টানাপোড়েন এবং তার ব্যক্তিগত জীবনের দ্বন্দ্বও উঠে আসবে পর্দায়।

শাকিব খানকে নিয়ে এটি হতে যাচ্ছে সাকিব ফাহাদের প্রথম চলচ্চিত্র। আগামী ডিসেম্বরেই ছবিটি মুক্তি পাবে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহে একযোগে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা চার দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

টানা চার দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

সচিবালয় অভিমুখে ইবতেদায়ী শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সচিবালয় অভিমুখে ইবতেদায়ী শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রতিবন্ধী শিক্ষকদের আন্দোলন ঘিরে প্রেসক্লাবে পুলিশের কঠোর অবস্থান

প্রতিবন্ধী শিক্ষকদের আন্দোলন ঘিরে প্রেসক্লাবে পুলিশের কঠোর অবস্থান

নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে : প্রধান উপদেষ্টা

নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে : প্রধান উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App