×

এশিয়া

একদিনে ১০০০ মিমি বৃষ্টিপাত, ভয়াবহ বন্যায় লক্ষাধিক ঘরবাড়ি প্লাবিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ পিএম

একদিনে ১০০০ মিমি বৃষ্টিপাত, ভয়াবহ বন্যায় লক্ষাধিক ঘরবাড়ি প্লাবিত

ছবি : সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে টানা ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ ১০০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। এতে দেশটির মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে এবং প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। নিখোঁজ রয়েছেন আরো ৫ জন।

বুধবার (২৯ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স জানায়, অস্বাভাবিক এই বৃষ্টিপাতের কারণে ভিয়েতনামের ঐতিহাসিক নগরী হুয়ে ও হোই আনসহ বহু অঞ্চল মারাত্মকভাবে প্লাবিত হয়েছে। বন্যায় ইতোমধ্যে ১ লাখ ৩ হাজারেরও বেশি ঘরবাড়ি পানির নিচে চলে গেছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৬ জন দা নাং শহর ও প্রাচীন নগরী হোই আন এলাকায় মারা গেছেন। উভয় স্থানই ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র। অন্যদিকে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, হুয়ে ও হোই আন অঞ্চলের প্রায় সব এলাকাই পানিতে নিমজ্জিত।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হোই আন শহরের বড় অংশ পানিতে তলিয়ে গেছে; অনেক বাড়ির ছাদ পর্যন্ত ডুবে আছে। হুয়ে শহরের ৪০টির মধ্যে ৩২টি উপজেলা এখন পানির নিচে, যেখানে পানির গভীরতা ১ থেকে ২ মিটার পর্যন্ত।

দা নাং শহরের বেশিরভাগ জলাধার ইতোমধ্যেই সর্বোচ্চ ধারণক্ষমতায় পৌঁছেছে, ফলে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সরকারি এক বিবৃতিতে সতর্ক করা হয়েছে যে, নিচু এলাকায় এখনো বন্যা অব্যাহত, পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ভূমিধস ও হঠাৎ বন্যার আশঙ্কা রয়েছে।

বন্যার কারণে বেশ কয়েকটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। রাজধানী হ্যানয় ও বাণিজ্যিক নগরী হো চি মিন সিটির মধ্যে রেল যোগাযোগও স্থগিত রয়েছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিনও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কিছু এলাকায় বৃহস্পতিবার রাত পর্যন্ত আরো ৪০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ভিয়েতনামে প্রতি বছর বর্ষা মৌসুমে (জুন থেকে অক্টোবর) ঝড় ও বন্যার কারণে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে থাকে। এবারের বৃষ্টি স্থানীয় ইতিহাসে একদিনে সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সচিবালয় অভিমুখে ইবতেদায়ী শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সচিবালয় অভিমুখে ইবতেদায়ী শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রতিবন্ধী শিক্ষকদের আন্দোলন ঘিরে প্রেসক্লাবে পুলিশের কঠোর অবস্থান

প্রতিবন্ধী শিক্ষকদের আন্দোলন ঘিরে প্রেসক্লাবে পুলিশের কঠোর অবস্থান

নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে : প্রধান উপদেষ্টা

নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে : প্রধান উপদেষ্টা

৬ দিন পর মামলা, আটক হয়নি ইভটিজিংকারী

৬ দিন পর মামলা, আটক হয়নি ইভটিজিংকারী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App