×

বিনোদন

মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন আসিকুর রহমান নাদিম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৬:৪৪ পিএম

মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন আসিকুর রহমান নাদিম

মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন আসিকুর রহমান নাদিম

‘বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র উদ্যোগে তার স্মরণে আলোচনা ও ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’-এর আয়োজন করে। এতে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক হিসেবে ভূষিত হন মো: আসিকুর রহমান নাদিম।

রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় আসিকুর রহমান নাদিমের হাতে শ্রেষ্ঠ অভিনেতা ও প্রযোজক পুরস্কার তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ মার্গুব মোর্শেদ।

আসিকুর রহমান নাদিম বলেন, ‘একজন মাদার তেরেসা যুগে যুগে আসে না। শতাব্দী পেরিয়ে এমন মানুষের দেখা মেলে। আমরা মাদার তেরেসার জীবন থেকে অনুপ্রেরণা পাই। আজ যে পুরস্কারে আমাকে ভূষিত করা হলো- সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কাজকে ভালোবাসি। কাজের মাঝেই বাঁচতে চাই। সমাজের জন্য কিছু করতে পারলেই সুখ খুঁজে পাই। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদ, সালাম মাহমুদ, ইঞ্জি. বুলবুল আহমেদ, সাংবাদিক আব্দুল মালেক, আলী আশরাফ আখন্দ প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।  

তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে, মায়ের হাতের বালা, খুনি শিকদার, ব্যাডসান,বাংলা ভাই সহ অসংখ্য ছবি। প্রযোজনা করেছেন স্পট ডেট সিনেমা। পারিবারিক ভাবে প্রযোজনা করেন সময় কথা বলে, বাংলার মা, কসম বাংলার মাটি, রাজা, ডাকুরানী, মার্ডার, লাকী সেভেন,মধুর মিলন,দস্যু ইত্যাদি। প্রযোজনা সংস্থার নাম  নাদিম ফিল্মস, লিটন ফিল্মস, টিটু ফিল্মস ও মনোয়ারা ফিল্মস। মো: আসিকুর রহমান নাদিম বিভিন্ন ছবিতে উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেরুন টি-শার্ট পরা সেই ব্যক্তির পরিচয় মিলেছে

মেরুন টি-শার্ট পরা সেই ব্যক্তির পরিচয় মিলেছে

বাপ্পি লাহিড়ির বিপুল স্বর্ণ পেলো কারা, কোথায় গেলো এত টাকার সম্পত্তি?

বাপ্পি লাহিড়ির বিপুল স্বর্ণ পেলো কারা, কোথায় গেলো এত টাকার সম্পত্তি?

নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে: তারেক রহমান

নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে: তারেক রহমান

সবাইকে ছাড়িয়ে শীর্ষে মুস্তাফিজ

সবাইকে ছাড়িয়ে শীর্ষে মুস্তাফিজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App