×

বিনোদন

বিয়ে নয়, সন্তানদের জন্য মা খুঁজছেন হিরো আলম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০২:১৭ পিএম

বিয়ে নয়, সন্তানদের জন্য মা খুঁজছেন হিরো আলম

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। ছবি : সংগৃহীত

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, এখন আর তার বিয়ে করার ইচ্ছে নেই, বরং তিনি শুধু তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছেন।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, এখন আমার বিয়ে করার বয়স নেই। আমি শুধু আমার তিন সন্তানকে মানুষ করার জন্য একজন মা চাই। একা ওদের বড় করা আমার পক্ষে সম্ভব নয়।

নিজের আগের সংসার ভাঙনের প্রসঙ্গে তিনি বলেন, আমি আগে দুইটা বিয়ে করেছি। তারা মুখে বলেছিল আমার সন্তানের মা হবে, কিন্তু আসলে সবাই আমাকে ব্যবহার করেছে। স্টার হওয়ার নেশায় তারা মিডিয়ায় মিথ্যা কথা বলেছে। তাই সংসার টেকেনি।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্নে হিরো আলম বলেন, নতুন কাজের প্রস্তুতি নিচ্ছি। কিছুদিন ধরে নানা সমস্যায় কাজ করা সম্ভব হচ্ছিল না। তবে নতুন সিনেমার গানের কাজ শেষ করেছি, শিগগিরই মুক্তি পাবে। আরো কয়েকটি সিনেমার কথাবার্তাও চলছে।

আরো পড়ুন : পরিবারের ভরণপোষণ নিয়ে বিতর্ক, যা বললেন রিপন মিয়া

এদিকে বৃহস্পতিবার রিয়া মনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে পরকীয়া ও প্রতারণার অভিযোগ তোলেন। কাঁদতে কাঁদতে রিয়া জানান, সংসার চলাকালীন হিরো আলম মিথিলা নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়ান, যিনি পরবর্তীতে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

রিয়া মনির দাবি, এসব ঘটনার পর তিনি হিরো আলমকে তালাকনামা পাঠান, কিন্তু আলম তালাকের কাগজ হাতে পেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে বাধ্য হয়ে রিয়া মনি সংসারে ফিরে আসেন। তবু হিরো আলম তার খারাপ চরিত্র বদলাননি, বলে অভিযোগ করেন তিনি।

সম্প্রতি পারিবারিক ও ব্যক্তিগত জীবনের নানা বিতর্কের মধ্যেই হিরো আলম তার নতুন সিনেমা ও সংগীত প্রকল্পে মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি

শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি

অগ্নিকাণ্ডের পর শাহজালালে নিরাপদে প্রথম ফ্লাইট অবতরণ

অগ্নিকাণ্ডের পর শাহজালালে নিরাপদে প্রথম ফ্লাইট অবতরণ

বিমানবন্দরে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানালেন ভুক্তোভোগী

বিমানবন্দরে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানালেন ভুক্তোভোগী

এয়ারপোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা

এয়ারপোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App