×

বিনোদন

পরিবারের ভরণপোষণ নিয়ে বিতর্ক, যা বললেন রিপন মিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৩:১২ পিএম

পরিবারের ভরণপোষণ নিয়ে বিতর্ক, যা বললেন রিপন মিয়া

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। ছবি : সংগৃহীত

২০১৬ সালে ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করে অল্প সময়েই নেটিজেনদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন রিপন মিয়া। মজার ভিডিও, সামাজিক বার্তাবাহী কনটেন্ট ও হাস্যরসাত্মক উপস্থাপনার জন্য তিনি জনপ্রিয়তা পান। তবে সম্প্রতি পরিবার ও ভরণপোষণ সংক্রান্ত একটি গুরুতর অভিযোগকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন এই ইউটিউবার ও ফেসবুক তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

এবার প্রথমবারের মতো অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন রিপন মিয়া। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, পুরো ঘটনাটি একটি ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে। তিনি বলেন, মূলত কোথা থেকে কী হয়েছে আমি বুঝিনি। আগে মনে হয় আব্বা-আম্মার কাছে গেছে, তারপর আমাদের বাড়িতে গেছে। আমি তখন বাড়িতে ছিলাম না, বাজারে ছিলাম। পরে সাংবাদিক এসে বলে, আপনার নামে বিচার আছে।

নিজের শিক্ষাগত যোগ্যতা কম হওয়ায় সংবাদমাধ্যমে কথা বলতে অস্বস্তি বোধ করেন বলেও জানান তিনি। রিপন বলেন, আমার তো এমনি লেখাপড়া নেই। আমি কোনো জায়গায় ইন্টারভিউ দিই না। কার সঙ্গে কীভাবে কথা বলতে হয়, সেটা জানি না বলেই আমি সাধারণত কথা বলি না।

মা-বাবার ভরণপোষণ ইস্যুতে তিনি বলেন, গ্রামের মানুষ খুব সহজ-সরল। একজন যদি কিছু বলে, অন্যজন তা সহ্য করতে পারে না। অনেকে নানা কথা বলে, তাতে মন খারাপ হয়। আবেগের কারণেই আম্মা এমন কিছু বলেছেন।

বর্তমান পারিবারিক অবস্থার কথা বলতে গিয়ে রিপন মিয়া বলেন, আমি একা থাকি না, আব্বা-আম্মাকেও সঙ্গে রাখি। এখন আমরা ভাঙা ঘরে থাকছি, যেখানেই নতুন বাড়ির কাজ হচ্ছে সেখানে যেতে হয়। নাহলে মিস্ত্রিরা ঠিকমতো কাজ করে না।

রিপনের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তার ব্যাখ্যায় সমর্থন জানালেও, অনেকে বিষয়টি আরো স্বচ্ছভাবে ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন, নিযন্ত্রণে ১৬টি ইউনিট

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন, নিযন্ত্রণে ১৬টি ইউনিট

পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন নজরুল ইসলাম নাজু

পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন নজরুল ইসলাম নাজু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপন

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App