×

বিনোদন

তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০২:২৯ পিএম

তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!

অভিনেত্রী তানজিন তিশা। ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও আলোচনায়। এবার তিনি এসেছেন প্রতারণার অভিযোগে। ঝিলিক নামের এক নারী উদ্যোক্তা দাবি করেছেন, তিশা একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নিয়েছিলেন, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ব্র্যান্ডের প্রচারণা করেননি কিংবা শাড়ির দামও পরিশোধ করেননি।

ঘটনার সূত্রপাত চলতি বছরের ১৭ জানুয়ারি। ওই দিন তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘এ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন ফ্যাশন পেজে যোগাযোগ করেন। তিনি কয়েকটি জামদানি শাড়ির ছবি চান। উদ্যোক্তা ঝিলিক জানান, তিশা একটি হলুদ জামদানি শাড়ি পছন্দ করেন, যার দাম ছিল ২৮,৮০০ টাকা। তিশার জনপ্রিয়তা বিবেচনা করে উদ্যোক্তা প্রস্তাব দেন, শাড়িটি ফ্রি দেওয়া হবে, তবে শর্ত হলো তিশা সেটি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করবেন।

আরো পড়ুন : নতুন পরিচয়ে আসছেন তাসনিয়া ফারিণ

তিশা প্রস্তাবে সম্মতি দেন এবং শাড়িটি তার বাসায় পাঠানো হয়। কিন্তু প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও তিশা তার প্রতিশ্রুতি রক্ষা করেননি বলে অভিযোগ করেন ঝিলিক। ফ্যাশন পেজের স্বত্বাধিকারী আরো জানান, তিশা শুরুতে কয়েকবার ভয়েস মেসেজে কাজটি করার আশ্বাস দিলেও পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

এই অভিযোগ ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর অভিনেত্রী নিজেই বিষয়টি নিয়ে মুখ খোলেন। মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিশা লেখেন—

“গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হা...হা! আর ফটোশুট-ই যদি করাতে চান, পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম!”

তার এই মন্তব্যে একটি ‘হা হা’ ইমোজিও যুক্ত করেন তিনি।

এদিকে নারী উদ্যোক্তা অভিযোগ করেছেন, হোয়াটসঅ্যাপ, ফোন ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন মাধ্যমে তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে তানজিন তিশা ব্যস্ত রয়েছেন তার প্রথম চলচ্চিত্র ‘সোলজার’ নিয়ে। সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমার মাধ্যমে তিনি বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন শাকিব খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 ৩ দফা দাবি নিয়ে ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়ক অবরোধ

৩ দফা দাবি নিয়ে ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়ক অবরোধ

প্রমাণ মুছে ফেলার চেষ্টা হয়েছিল, কিন্তু সত্যের দেয়াল ভাঙতে পারেনি কেউ

প্রমাণ মুছে ফেলার চেষ্টা হয়েছিল, কিন্তু সত্যের দেয়াল ভাঙতে পারেনি কেউ

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তা করলেন তারেক রহমান

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তা করলেন তারেক রহমান

মৌসুমের নতুন ফ্যাশন ট্রেন্ড নিয়ে লা রিভ ফল কালেকশন ২০২৫

মৌসুমের নতুন ফ্যাশন ট্রেন্ড নিয়ে লা রিভ ফল কালেকশন ২০২৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App