×

আমদানি-রপ্তানি

ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনছে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম

ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনছে সরকার

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সিঙ্গাপুরের এক সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

তিনি বলেন, চালের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে, আবার কিছুটা বাড়ছে। তাই দাম যাতে আর না বাড়ে, সেজন্য আমরা নন-বাসমতি চাল আবার আমদানি করব।

কোন দেশ থেকে চাল আসবে- এমন প্রশ্নে উপদেষ্টা জানান, নন-বাসমতি চাল ভারত থেকেই আসবে, তবে সরবরাহকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুরের। তিনি বলেন, আমরা তো কোনো দেশকে নির্দিষ্ট করে বাদ দিতে পারি না। মান, নির্ধারিত সময়ে সরবরাহ এবং প্রতিযোগিতামূলক দাম, এই তিনটি বিষয়ই বিবেচনায় নেওয়া হয়েছে।

আরো পড়ুন : নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চান প্রধান উপদেষ্টা

অর্থ উপদেষ্টা বলেন, ডিসেম্বরের মধ্যেই সরকার সংশোধিত বাজেট প্রণয়ন করতে চায়।

গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন একই দিনে হওয়ায় বাড়তি খরচ প্রসঙ্গে সালেহউদ্দিন বলেন, নির্বাচন ও গণভোটের খরচ বাড়বে, এটা স্বাভাবিক। সিকিউরিটি, মানবসম্পদ- এসব ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় তো থাকবেই। বাজেট পর্যালোচনা চলছে, নির্বাচন বিষয়ক ব্যয় এখনো উন্মুক্ত রাখা হয়েছে। ডিসেম্বরের মধ্যে এটি পুনর্বিবেচনা করা হবে।

তিনি বলেন, জানুয়ারিতে নতুন সরকারের জন্য বাজেট প্রস্তুত রাখা হবে। তফসিল ঘোষণার পর নতুন খরচ আসবে না। তবে কন্টিনজেন্সি বা জরুরি ব্যয় থাকতে পারে।

একই দিনে গণভোট ও নির্বাচন আয়োজনকে চ্যালেঞ্জ আখ্যায়িত করলেও এটি বাস্তবায়নের পক্ষে মত দেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, দুই দিন নির্বাচন করলে বিপুলসংখ্যক কর্মকর্তা, শিক্ষক, ব্যাংকের স্টাফদের আবারও মোতায়েন করতে হবে—যা কঠিন। পৃথিবীর অনেক দেশেই রেফারেন্ডাম ও নির্বাচন একই দিনে হয়। লজিস্টিক্যালি একবারে করা বেশি কার্যকর।

বৈঠকে এ ছাড়া সার, পরিশোধিত তেল কেনা এবং তিনটি সড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশের প্রথম ডেন্টাল ইউনিট চালু

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশের প্রথম ডেন্টাল ইউনিট চালু

বিদেশীদের কাছে বন্দর ইজারা: আমাদের লাভ-ক্ষতি

বিদেশীদের কাছে বন্দর ইজারা: আমাদের লাভ-ক্ষতি

গণতন্ত্রের অপমৃত্যু এবং জনগণের নবজাগরণের অনিবার্য ডাক

গণতন্ত্রের অপমৃত্যু এবং জনগণের নবজাগরণের অনিবার্য ডাক

সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান

মির্জা ফখরুল সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App