×

ফ্যাশন

ঢাকায় শুরু হচ্ছে ১১তম ইয়ার্ন, ফেব্রিক এন্ড এক্সেসরিজ শো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৮:৫৯ পিএম

ঢাকায় শুরু হচ্ছে ১১তম ইয়ার্ন, ফেব্রিক এন্ড এক্সেসরিজ শো

ঢাকায় শুরু হচ্ছে ১১তম ইয়ার্ন, ফেব্রিক এন্ড এক্সেসরিজ শো

বিভিন্ন ধরনের ফেব্রিক, সুতা ও আনুষঙ্গিক পণ্য নিয়ে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে এএসকে ট্রেড এন্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আগামী ১৪ অগাস্ট ২০২৫, বসবে  ‘১১তম ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড এক্সেসরিজ শো-২০২৫’ নামের চারদিন ব্যাপি বিশেষ এই প্রদর্শনী। প্রদর্শনীতে একই ছাদের নিচে ১০০-এরও বেশি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নেবেন, যেখানে অংশগ্রহণকারী এসব প্রতিষ্ঠান নিজেদের তৈরি বিভিন্ন ফেব্রিক, সুতা এবং গার্মেন্টস এক্সেসরিজসহ তাদের উদ্ভাবনী নানা আনুষঙ্গিক পণ্য প্রদর্শন করবেন।  

আন্তর্জাতিক ট্রেড শোটির মাধ্যমে দেশের তৈরি পোশাক খাত সংশ্লিষ্টদের তাদের ফেব্রিক, সুতা এবং গার্মেন্টস এক্সেসরিজসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক সামগ্রীর চাহিদা অংশগ্রহণকারী আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। 

প্রদর্শনীটি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক এবং বায়িং হাউস লক্ষ্য করে আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে খুব সহজেই বিদেশী সরবরাহকারীদের কাছ থেকে তাদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন। ফেব্রিক, সুতা ও আনুষঙ্গিক উৎসের প্রধান গেটওয়ে হিসেবে কাজ করবে এই প্রদর্শনী যেখানে সহজেই সর্বশেষ উদ্ভাবন ও আন্তর্জাতিক পরিসরে নতুন সরবরাহকারীদের খুঁজে পেতে সক্ষম হবেন অংশগ্রহণকারীরা। 

প্রদর্শনীতে বিভিন্ন ধরনের সুতা, রঙিন সুতা, এবং বোনা পোশাক তৈরির জন্য মিশ্র সুতা, বোনা ওভেন ফ্যাশন ফ্যাব্রিক, প্লাশ ফ্যাব্রিক, টিআর স্যুট ফ্যাব্রিক, উলের স্যুট ফ্যাব্রিক, ফ্যাশন প্রিন্টেড ফ্যাব্রিক, বোনা স্পোর্টস ফাংশনাল ফ্যাব্রিক, হোম ফ্যাব্রিক, খেলনা ফ্যাব্রিক এবং পোস্ট প্রসেস হট স্ট্যাম্পিং, সূচিকর্ম, কম্পোজিট, ফিল্ম, ফ্লকিংসহ পোশাক শিল্প খাতের আনুষঙ্গিক প্রদর্শন করা হবে।

চার দিনের এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এবং শুধুমাত্র ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্রিট: ইউরোপীয় সভ্যতার জন্মভূমি || সময়, সাগর ও মানুষের গল্প

ক্রিট: ইউরোপীয় সভ্যতার জন্মভূমি || সময়, সাগর ও মানুষের গল্প

জুলাই সনদ, নাগরিক সচেতনতা এবং বাংলাদেশের ভবিষ্যৎ

জুলাই সনদ, নাগরিক সচেতনতা এবং বাংলাদেশের ভবিষ্যৎ

সমুদ্রের রাজনীতি নয়, কূটনীতিই হোক বাংলাদেশের শক্তি

সমুদ্রের রাজনীতি নয়, কূটনীতিই হোক বাংলাদেশের শক্তি

তোপের মুখে উপদেষ্টারা

তোপের মুখে উপদেষ্টারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App