মৌসুমের নতুন ফ্যাশন ট্রেন্ড নিয়ে লা রিভ ফল কালেকশন ২০২৫

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৬:০২ পিএম

মৌসুমের নতুন ফ্যাশন ট্রেন্ড নিয়ে লা রিভ ফল কালেকশন ২০২৫
ফ্যাশনে ফল বা হেমন্তের সময়টা ভীষণ জনপ্রিয়। গ্রীষ্ম-বর্ষা-শরতের পালা শেষে হেমন্ত এখন দ্বারপ্রান্তে। আকাশ এখন নীল হতে শুরু করেছে, বাতাসে উৎসবের আমেজ। কিছুদিন পরেই শুরু হয়ে যাবে ফ্যাশনের সবচেয়ে জনপ্রিয় মৌসুম - ফল। বছরের এই সময়েই শুরু হয় পোশাক নিয়ে নিরীক্ষার পালা। এমন সময়েই নতুন সব ট্রেন্ড, ডিজাইন ও কাট মিলিয়ে দেশের অন্যতম সেরা ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ লঞ্চ করেছে ফল’২০২৫ কালেকশন।
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ”নতুন ফল কালেকশনের থিম ইনডাল্জ (Indulge) বা মগ্ন হওয়া। ফল মানেই আমাদের কাছে উৎসবের সময়। প্রকৃতিতে হেমন্তের পরিবর্তন মৃদু ও সূক্ষ্ম, কিন্তু নতুন কিছুর আনন্দে উদ্বেল। এই আনন্দকেই আমরা পোশাকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ইনডালজ নামকরণের যৌক্তিকতাও এখানেই। আমরা এমন একটি কালেকশন তৈরি করেছি- যার উজ্জ্বল ও মৃদু রঙের প্যালেট, মৌসুম-উপযোগী ও এক্সক্লুসিভ ফেব্রিক, ইউনিক প্রিন্টস্টোরি আর সূক্ষ্ম-কারুকাজে ফ্যাশন-প্রেমীরা নিজের মাঝেই আনন্দ খুঁজে পাবেন।”
ফল ফ্যাশনের অন্যতম বৈশিষ্ট্য লেয়ারিং। যে কারণে ইনার-ক্লোদিং এর ফেব্রিক একটু ফিটিং হওয়া বাঞ্ছনীয়। লা রিভের নতুন কালেকশনে দেখা যাবে এক্সক্লুসিভ ‘স্ট্রেচড্ জ্যাকার্ড’ ও স্ট্রেচড সাটিন ফেব্রিকে তৈরি পোশাক। জ্যাকার্ডের অভিজাত নকশা, সাটিনের গ্ল্যামার এবং ফেব্রিকের স্ট্রেচ ক্রেতাকে তার পছন্দসই লুক ও ফিট -দুটোই এনে দেবে। এছাড়াও জুম, ক্রেপ, ভিসকোস, নিট, জর্জেট, প্রিমিয়াম জ্যাকার্ড ও কটন তো থাকছেই।
তিনি যোগ করেন, নতুন কালেকশনে গানাশ (চকলেট-ব্রাউন) এবং আর্জেন্ট অরেঞ্জ (উজ্জ্বল কমলা) রঙকে প্রাধান্য দেয়া হয়েছে যেন ফলের ডেপথ এবং উৎসবের খুশি ২টিই ফুটিয়ে তোলা যায়। এরসাথে ট্রেন্ডি পপ, আর্দি এবং জুয়েল কালারগুলোর কম্বিনেশন করা হয়েছে।
আন্তর্জাতিক মানের নতুন নতুন প্রিন্টস্টোরি লা রিভের কালেকশনগুলোর অন্যতম বৈশিষ্ট্য। মন্নুজান নার্গিস বলেন, এবার রঙ, মোটিফ ও ফেব্রিকের ইউনিক ক্যাটাগরিতে পোশাকগুলিকে সাজানো হয়েছে। রঙ ভিত্তিক প্রিন্টস্টোরিগুলোর মধ্যে আছে টিঙ্গেল ডাই, যেখানে ডিজিটাল গ্রাফিক ও প্রিন্টের মাধ্যমে টাইডাই নিয়ে কাজ করা হয়েছে। বারবি পিঙ্কের মিউটেড শেডগুলি এই বছর আবার জনপ্রিয় হয়ে উঠেছে, তা দিয়ে তৈরি হয়েছে দি পিঙ্ক কিউরেশন। স্ট্রাকচার্ড মোটিফে রঙের উজ্জ্বল ব্যবহার দেখা যাবে কমিক্যাল ক্লাসিক শিরোনামের ডিজাইনগুলিতে, অন্যদিকে মার্বেল-স্টাইলে উজ্জ্বল রঙের ব্লেন্ড দেখা যাকে চার্জড ক্রোমা প্রিন্ট স্টোরিতে। প্রাইমারি কালার প্যালেটে তৈরি মনোক্রোম ডিজাইনগুলো দেখা যাবে নারী-পুরুষ সবার কালেকশনেই।
মোটিফের জন্য মডার্ন এবং ক্লাসিক ২ ধরনের নকশাই বেছে নেয়া হয়েছে। স্ট্রোচড লিনিয়েজে লাইন ও নেচারের কম্বিনেশন হয়েছে। ডোপামিন ডুডলে দেখা যাবে অবচেতন মনে আঁকা ছোট ছোট খুশির নকশা। পাওয়ার ফ্লাওয়ারে বোল্ড ফ্লোরাল প্লেসমেন্ট হাইলাইট করা হয়েছে। সাররিয়েল সুইর্ল স্টোরিতে জিওমেট্রির ধাঁধা সবাইকে মুগ্ধ করবে। এই বছর বারোকের নতুন প্রিন্ট ফিরে এসেছে ফলের ফ্যাশনে, যার স্পেশাল কিউরেশন নতুন ফল কালেকশনে যুক্ত হয়েছে। এছাড়াও ক্লাসিক ইকাত, এথনিক ও মান্দালা প্রিন্টের ব্যবহার চোখে পড়বে।
নারীদের জন্য লা রিভের ফল কালেকশনে থাকছে ক্যাজুয়াল ও পার্টি-উপযোগী সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, শর্ট ও মিড লেংথ এবং শ্রাগ-স্টাইল টিউনিক, টপস, কটন শাড়ি, গাউন, কোটি, শ্রাগ, টপস এবং ক্যাজুয়াল শার্ট। বটমস সেকশনে প্রিন্টেড ও ফলের নতুন কালার প্যালেট হাইলাইট করা পালাজ্জো, লেগিংস, স্কার্ট, হারেম, ডেনিম, কুলোটস ও অফিসে পরার ফরমাল প্যান্টও থাকছে।
পুরুষদের জন্য থাকছে আরামদায়ক ও ট্রেন্ডি পাঞ্জাবি, টিশার্ট, পোলো শার্ট, জিম ভেস্ট ও নানা ধরণের শার্টের সমাহার। যেকোন আড্ডায় পরার ক্যাজুয়াল শার্ট, ঘরে পরার কমফোর্ট শার্ট, পার্টির প্রিমিয়াম শার্ট ও অফিসে পরার ফরমাল শার্ট – সবই পাওয়া যাবে ফলের এই সিলেকশনে। শুধুমাত্র মেনজ সেকশনে দেখা যাবে এই সিজনের বহুল আকাঙ্ক্ষিত ড্রপ-শোল্ডার টিশার্ট, যা মানিয়ে যাবে টিন ও যুবা সব বয়সের পুরুষকে। ছেলেদের বটমস সেকশনে পাঞ্জাবির সাথে পরার জন্য প্যান্ট কাট পাজামা পাওয়া যাবে, পাশেই ডেনিম প্যান্টস, বারমুডা প্যান্টস ও ট্র্যাডিশনাল লুঙ্গির দেখা মিলবে।
মেয়েশিশুদের ফল ফ্যাশনের জন্য টিউনিক, ফ্রক, ইভেন সেট, সালোয়ার কামিজ, ঘাগরা চোলি সেট ও কমফোর্ট লেগিংস ডিজাইন করেছে লা রিভ। ছেলেশিশুদের জন্য পোলো ও টিশার্ট, ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি ও প্যান্টস ডিজাইন করা হয়েছে। নবজাতকদের জন্যেও থাকছে নতুন সব ডিজাইন।
লা রিভ হোমডেকোর ও অ্যাক্সেসরিজ বিভাগে আকর্ষণীয় ডিজাইনের পণ্যসামগ্রী যোগ করা হয়েছে। বেড কভার, পর্দা, ফ্লাওয়ার ভাস, ফটোফ্রেম সহ সবার জন্য ফ্ল্যাট স্লিপারস পাওয়া যাবে। নতুন ডিজাইনের ম্যাচিং হ্যান্ডব্যাগ ও ওয়ালেটের পাশাপাশি বাড়ানো হয়েছে ফ্যাশন ইয়াররিং এর কলেবর। গোল্ড, স্টিল ও পার্ল ফিনিশিংয়ের নতুন ইয়ার রিঙে সেকশনে পাওয়া যাবে ট্রেন্ডি স্টাড, হুপ ও ড্রপ ডিজাইন। ছোট্ট শিশুদের জন্য নতুন ডিজাইনের পানির বোতল, সফট টয় এবং ফ্যাশন অ্যাক্সেসরিজ যুক্ত হয়েছে।
লা রিভ ফল ২০২৫ কালেকশন পাওয়া যাচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, ও চট্টগ্রামসহ মোট ২৬টি স্টোর ও অনলাইনে (www.lerevecraze.com)।