×

ফুটবল

কলকাতায় মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম

কলকাতায় মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ছবি : সংগৃহীত

ভারতে লিওনেল মেসির নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কার সৃষ্টি হয়েছে। কলকাতার সল্ট লেকের যুব ভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত তার অনুষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টাসহ ব্যাপক বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।

মেসিকে একনজর দেখতে যুব ভারতী স্টেডিয়ামে কমপক্ষে এক লাখ দর্শক উপস্থিত হন। তবে বিপুল সংখ্যক দর্শকের চাপ সামাল দিতে ব্যর্থ হয় স্থানীয় পুলিশ-প্রশাসন ও অনুষ্ঠানটির উদ্যোক্তারা।

পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন স্থানীয় রাজনৈতিক নেতারা মেসির আশপাশে ভিড় জমান। মেসি যখন ল্যাপ অব অনারের মাধ্যমে গ্যালারিতে উপস্থিত দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন, তখন নেতারা সামনে এসে দাঁড়িয়ে তাকে আড়াল করে দেন। এতে দর্শকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

চড়া দামে টিকিট কেটেও প্রিয় ফুটবল তারকাকে ঠিকভাবে দেখতে না পাওয়ায় দর্শকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা মাঠের দিকে পানির বোতল ছুঁড়ে মারেন। ব্যানার ছিঁড়ে ফেলা হয়, ভাঙচুর করা হয় হোর্ডিং। পুরো স্টেডিয়ামজুড়ে শুরু হয় তুমুল বিশৃঙ্খলা।

আরো পড়ুন : লিগের সেরা হয়ে রেকর্ড গড়লেন মেসি

এক পর্যায়ে গ্যালারি থেকে মাঠে চেয়ার ও বোতল ছোড়া শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ সদস্যদের ভাঙা চেয়ার দিয়ে মাথা বাঁচানোর চেষ্টা করতে দেখা যায়।

পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয় যখন ফেন্সিং ভেঙে দুই থেকে আড়াই হাজার মানুষ মাঠে ঢুকে পড়ে। কয়েকজন মাঠের পাশে রাখা তাঁবুতে আগুন দেওয়ার চেষ্টা করেন। কেউ কেউ গোলপোস্টের জাল ছিঁড়ে ফেলেন। সাজঘরে যাওয়ার টানেলের ছাউনিও ভেঙে দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাফ নামানো হয়। দফায় দফায় পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ ঘটে। এক পর্যায়ে ক্ষুব্ধ জনতার দখলে চলে যায় পুরো স্টেডিয়াম এলাকা।

এই ঘটনায় মেসির নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে এবং আয়োজকদের ভূমিকা নিয়েও সমালোচনা শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App