×

ফুটবল

নতুন দুঃসংবাদ দিয়ে বছর শুরু করল রিয়াল মাদ্রিদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম

নতুন দুঃসংবাদ দিয়ে বছর শুরু করল রিয়াল মাদ্রিদ

কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

নতুন বছরের শুরুতেই বড় দুঃসংবাদ পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হতে পারে ক্লাবটিকে। বাঁ হাঁটুর চোটের কারণে স্পেনের সুপারকোপা দে এস্পানিয়ায় তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বুধবার (৩১ ডিসেম্বর) দলের নিয়মিত অনুশীলনে দেখা যায়নি ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পেকে। পরে ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তার বাঁ হাঁটুতে স্প্রেইনের সমস্যা ধরা পড়েছে। জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরেই অস্বস্তি নিয়েই মাঠে নামছিলেন এই তারকা ফুটবলার। বিস্তারিত শারীরিক পরীক্ষার পর চোটের বিষয়টি নিশ্চিত হয়।

এমবাপ্পে কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সময়সীমা জানায়নি রিয়াল মাদ্রিদ। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর ধারণা, সম্পূর্ণ সুস্থ হতে তার প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে।

শীতকালীন বিরতির পর আগামী ৪ জানুয়ারি রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে রিয়াল মাদ্রিদের। এরপরই স্পেনের সুপারকোপা দে এস্পানিয়ার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেতিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার সূচি রয়েছে তাদের। এই ম্যাচগুলোতে এমবাপ্পের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

এছাড়া এমবাপ্পের চোটের কারণে আরে একটি বড় ম্যাচেও তাকে না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ২০ জানুয়ারি চ্যাম্পিয়নস লিগে নিজের সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে ম্যাচেও তার অংশগ্রহণ অনিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। লা লিগায় এখন পর্যন্ত ১৮ গোল করে তিনি শীর্ষ গোলদাতার আসনে রয়েছেন। পাশাপাশি চারটি অ্যাসিস্টসহ মোট ২২টি গোলে সরাসরি অবদান রেখে লিগে সর্বোচ্চ গোল সংশ্লিষ্টতার রেকর্ডও গড়েছেন এমবাপ্পে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দুঃসংবাদ দিয়ে বছর শুরু করল রিয়াল মাদ্রিদ

নতুন দুঃসংবাদ দিয়ে বছর শুরু করল রিয়াল মাদ্রিদ

বৈশ্বিক অর্থনীতির মঞ্চে নতুন অবস্থানে ভারত

বৈশ্বিক অর্থনীতির মঞ্চে নতুন অবস্থানে ভারত

বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম

বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম

মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় : তারেক রহমান

মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় : তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App