চারদিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৮:১৭ এএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন মঙ্গলবার (২৭ মে) রাতে। এই সফরে জাপানের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। একইসঙ্গে বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশ এক বিলিয়ন মার্কিন ডলার পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, টোকিও সফরে ড. ইউনূস জাপানের পররাষ্ট্রমন্ত্রী, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা, এবং জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)-এর প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি একটি ব্যবসায়িক সেমিনারে অংশ নেবেন। সেখানে তিনি জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন।
সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, ২৭ মে (মঙ্গলবার) দিবাগত রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। তিনি আগামী ২৯ মে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামে অংশ নেবেন। পরদিন ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. ইউনূস।
সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী জানান, প্রধান উপদেষ্টার সফরে জাপানের সঙ্গে মোট সাতটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য-প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে জাপানের জেবিআইসি ঋণ চুক্তি, ওনডা এবং নাকসিসের সঙ্গে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) আলাদা দুটি ভূমি সংক্রান্ত সমঝোতা, ব্যাটারি ও সাইকেল কারখানা স্থাপন নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে সমঝোতা, বিডাতে ওএসএস প্রযুক্তি স্থাপন নিয়ে জাইকার সঙ্গে সমঝোতা এবং দক্ষতা ও ভাষা উন্নয়নে মানবসম্পদ বিষয়ক বিএমইটির সঙ্গে আলাদা দুটি সমঝোতা।
এছাড়া বাজেট সহায়তা ও জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ ডুয়েলগেজ ডবল লাইনে উন্নীতকরণে এক্সচেঞ্জ অব নোটস স্বাক্ষরিত হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।