বিসিবি নির্বাচন থেকে কেন সরে দাঁড়ালেন তামিম ইকবাল?

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ পিএম

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের অন্যতম সফল ক্রিকেটার তামিম ইকবাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের অন্যতম সফল ক্রিকেটার তামিম ইকবাল। সোমবার (১ অক্টোবর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
একসময় বোর্ডে সরাসরি কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন তামিম। বিশেষ করে ক্রিকেট পরিচালনা বিভাগে সক্রিয়ভাবে যুক্ত হয়ে ক্রিকেটের উন্নয়নে কাজ করার পরিকল্পনা ছিল তার। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ালেন।
আজ সকাল ১০টা ১৫ মিনিটে তামিম বিসিবি কার্যালয়ে আসেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তার উপস্থিতিই স্পষ্ট করে দেয় যে তিনি নির্বাচনে থাকছেন না। পরে সংবাদমাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
তামিমের নির্বাচনে অংশ না নেওয়ায় পরিচালক পদে লড়াইয়ের চিত্র বদলে যাবে বলে মনে করছেন অনেকেই। এতে অন্যান্য প্রার্থীর জন্য সুযোগ বেড়ে যেতে পারে।
তবে শুধু তামিমই নন, আজই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন আলোচিত আরও কয়েকজন প্রার্থী। এর মধ্যে রয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম ও রফিকুল ইসলাম বাবু।
ক্রিকেট মহলে গুঞ্জন, সাম্প্রতিক হাইকোর্টের আদেশ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগই প্রার্থীদের সরে দাঁড়ানোর মূল কারণ। রোববার বিকেলে হাইকোর্ট বিতর্কিত ১৫টি ক্লাবের প্রতিনিধিদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন। এরপর থেকেই নির্বাচন বয়কটের আলোচনা শুরু হয়।
উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।