×

বিএনপি

উত্তরখানে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে এম কফিল উদ্দিন আহমেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৪:২৯ এএম

উত্তরখানে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে এম কফিল উদ্দিন আহমেদ

উত্তরখানে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে এম কফিল উদ্দিন আহমেদ

রাজধানীর উত্তরখানের মৈনারটেক শিব দুর্গা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী ও নগদ অনুদান বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক, বিশিষ্ট শিল্পপতি ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাবেক ছাত্রনেতা এম কফিল উদ্দিন আহমেদ।

বুধবার (১ অক্টোবর) দুপুরে রশিদ গ্রুপের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে এম কফিল উদ্দিন আহমেদ বলেন, আমি এমপি হই বা না হই, সবসময় হিন্দু ভাই-বোনদের পাশে আছি। আমরা সবাই এ দেশের নাগরিক, সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে। বিএনপি সরকারের আমলে ধর্মীয় স্বাধীনতা সবচেয়ে বেশি ছিল, ভবিষ্যতেও তা থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা আপনাদের জন্য যা কিছু করা দরকার তাই করবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি চন্ডিদাস সরকার, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র সরকার ও রামকান্ত মেম্বার। তাদের হাতে নগদ অনুদান তুলে দেন এম কফিল উদ্দিন আহমেদ। এ ছাড়াও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবি এম এ রাজ্জাক, সাবেক দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক ও মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মুকল সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন আয়োজন তাদের উৎসবকে আরও আনন্দমুখর করে তোলে। তারা এম কফিল উদ্দিন আহমেদকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও তার পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, দুর্গাপূজা উপলক্ষে এ আয়োজন শুধু উপহার বিতরণেই সীমাবদ্ধ থাকেনি; বরং বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সম্প্রীতির বার্তাও ছড়িয়ে দিয়েছে। অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে মন্দির ও শ্মশানের জন্যও অনুদান প্রদান করেন এম কফিল উদ্দিন আহমেদ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উত্তরখানে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে এম কফিল উদ্দিন আহমেদ

উত্তরখানে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে এম কফিল উদ্দিন আহমেদ

সিঙ্গাপুরে দ্বিতীয়বার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন নাজমুল খান

সিঙ্গাপুরে দ্বিতীয়বার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন নাজমুল খান

গাজা থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে সুমুদ ফ্লোটিলা

গাজা থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে সুমুদ ফ্লোটিলা

শেখ হাসিনাকে নিয়ে কী ভাবছে ভারত, জানালেন ড. ইউনূস

শেখ হাসিনাকে নিয়ে কী ভাবছে ভারত, জানালেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App