×

সরকার

ভারত-বাংলাদেশ উত্তেজনার প্রভাব অর্থনীতিতে পড়বে না: অর্থ উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম

ভারত-বাংলাদেশ উত্তেজনার প্রভাব অর্থনীতিতে পড়বে না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান উত্তেজনার কোনো প্রভাব দেশের অর্থনীতি ও বাণিজ্যে পড়বে না বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, মুস্তাফিজুর রহমানকে নিয়ে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, তা নিঃসন্দেহে দুঃখজনক। তিনি বলেন, “এটার শুরু বাংলাদেশ করেনি। একজন আন্তর্জাতিক মানের, স্বীকৃত খেলোয়াড়কে কোনো দয়া-দাক্ষিণ্য করে নেওয়া হয়নি। হঠাৎ করে তাকে বাদ দেওয়া অপ্রত্যাশিত এবং দুঃখজনক। এটা দুই দেশের কারও জন্যই ভালো নয়।”

আরো পড়ুন : সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

তবে তিনি জোর দিয়ে বলেন, ভারত-বাংলাদেশের রাজনৈতিক টানাপড়েন দেশের অর্থনীতি কিংবা বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

রাজনৈতিক প্রভাব পড়ার সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, “আমার মনে হয়, এখানে আবেগের বিষয় কাজ করেছে। দুই পক্ষই বিষয়টি বিবেচনায় নেবে। আমরা চাই না সম্পর্কের কোনো ক্ষতি হোক।”

তিনি বলেন, মুস্তাফিজ একজন সেরা খেলোয়াড়—এ কথা সবাই স্বীকার করে, তারাও করে। বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটি পুরোপুরি যথাযথ। কেউ যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেয়, তাহলে তার প্রতিক্রিয়া থাকবেই।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টাও একই সুরে কথা বলেন। তিনি বলেন, “একটা ক্রিয়া হলে তার প্রতিক্রিয়া হবেই। তারা আমাদের খেলোয়াড়কে দলে নিয়ে পরে প্রত্যাহার করেছে। এর প্রতিবাদে আমরা যা করেছি, সেটি যথাযথ প্রতিক্রিয়া।”

তিনি জানান, বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের বিষয়টিও আলোচনায় এসেছে এবং বাংলাদেশের অবস্থান যৌক্তিক।

বিদ্যুৎ উপদেষ্টা আরো বলেন, এই বিষয়টি ভারতীয়দের মধ্যেও ভাবনার সৃষ্টি করেছে। এমনকি ভারতীয় সংসদ সদস্যরাও বলেছেন, এটা ঠিক হয়নি। আমি মনে করি, যেখান থেকে সমস্যার শুরু হয়েছে, সেখানেই শুভবুদ্ধির উদয় হবে। আমরা খেলাধুলা, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আগের মতোই চালিয়ে যেতে পারব।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনিশ্চয়তার পরও বিক্রি হচ্ছে কলকাতায় বাংলাদেশের ম্যাচের টিকিট

অনিশ্চয়তার পরও বিক্রি হচ্ছে কলকাতায় বাংলাদেশের ম্যাচের টিকিট

যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা: ডোনাল্ড ট্রাম্প

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App