মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম
ছবি : সংগৃহীত
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছীতে। বুধবার (৭ জানুয়ারি) সেখানে তাপমাত্রা নেমে আসে ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলায় বর্তমানে হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
বর্তমানে দেশের মোট ৩২টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে। সেখানে আজ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যে তাপমাত্রার বড় ধরনের পার্থক্য লক্ষ্য করা গেছে।
গত তিন দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ধারাবাহিকভাবে কমেছে। সোমবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার তা কমে দাঁড়ায় ৭.০ ডিগ্রিতে এবং বুধবার নওগাঁর বদলগাছীতে রেকর্ড হয় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানী ঢাকায় কুয়াশার পরিমাণ তুলনামূলকভাবে কম থাকলেও গতকালের তুলনায় তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমেছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬.১ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৪.১ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সেটিকে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি জানুয়ারি মাসে দেশে একটি তীব্র শৈত্যপ্রবাহসহ মোট অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
