×

স্বাস্থ্য

পিকেএসএফ ও অরবিসের যৌথ উদ্যোগ

নিম্ন আয়ের মানুষের জন্য চক্ষু চিকিৎসা কর্মসূচি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ এএম

নিম্ন আয়ের মানুষের জন্য চক্ষু চিকিৎসা কর্মসূচি

ছবি : ভোরের কাগজ

আগামী দুই বছরে দেশের ১০ লাখ নিম্ন আয়ের মানুষের চক্ষু পরীক্ষা ও ১ লাখ ছানি অপারেশনের উদ্যোগ নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং অরবিস ইন্টারন্যাশনাল। বাংলাদেশে প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণের লক্ষ্যে গৃহীত ‘কমপ্রিহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস ইন বাংলাদেশ’ কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং অরবিস ইন্টারন্যাশনালের পরিচালক মিজ ক্রিস্টি হুবার্ড। স্বাগত বক্তব্য দেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ। সারসংক্ষেপ উপস্থাপন করেন অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ।

প্রধান অতিথি সাইদুর রহমান বলেন, দৃষ্টিশক্তি হারালে মানুষ কর্মহীন হয়ে পড়ে, আর ছানি অপারেশনের মাধ্যমে তা ফিরে পেলে আবার কর্মক্ষম হয়। এ উদ্যোগ জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন লক্ষ্যে সহায়ক হবে।

অতিথি ক্রিস্টি হুবার্ড বলেন, বাংলাদেশে অন্ধত্বের সবচেয়ে বড় কারণ ছানি, অথচ এটি সহজে নিরাময়যোগ্য। প্রায় চার দশক ধরে অরবিস বাংলাদেশে ছানি অপারেশনের মাধ্যমে সফলভাবে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে।

পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, পিকেএসএফ সারা দেশে সহযোগী সংস্থার মাধ্যমে বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলেছে। এর মাধ্যমে স্বাস্থ্য ও জীবিকা-সংক্রান্ত ঝুঁকি প্রশমনে কাজ করছে। এক লক্ষ ছানি অপারেশনের এই উদ্যোগ দারিদ্র্য বিমোচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন : মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান

পিকেএসএফ ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের জানান, ২০১২ সাল থেকে এ ধরনের কার্যক্রম চালু রয়েছে। সাম্প্রতিক কৌশলগত পরিকল্পনায় স্বাস্থ্যঝুঁকি নিরসনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অরবিসের সঙ্গে যৌথ এ উদ্যোগ নিম্ন আয়ের জনগোষ্ঠীর দৃষ্টিশক্তি ফিরিয়ে এনে তাদের সামগ্রিক উন্নয়নের পথ সুগম করবে।

ডা. মুনীর আহমেদ জানান, দেশে বর্তমানে ৩০ বছর বা তার বেশি বয়সী সাড়ে ৫ লাখ মানুষ অন্ধ, যার ৭০ শতাংশ ছানি কারণে। এই কর্মসূচির আওতায় দুই বছরে ১ লাখ ছানি অপারেশন এবং ১০ লাখ চক্ষু পরীক্ষা করা হবে।

‘কমপ্রিহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস’ উদ্যোগে ৫,০০০ আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে রোগী পরীক্ষা, ২৫টি চক্ষু হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ, ২০০টি সরকারি কমিউনিটি আই সেন্টার ও ১০০টির বেশি ভিশন সেন্টারকে রেফারেল ও ফলো-আপ পয়েন্ট হিসেবে কাজে লাগানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড্রোন আতঙ্কে বিমানবন্দর বন্ধ, তদন্তে সেনা-পুলিশ

ড্রোন আতঙ্কে বিমানবন্দর বন্ধ, তদন্তে সেনা-পুলিশ

দুই ভাইসহ এস আলমকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ

দুই ভাইসহ এস আলমকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ

জাতিসংঘে চলন্ত সিঁড়ি বন্ধ হওয়ার ঘটনাকে নাশকতা বললেন ট্রাম্প, তদন্তের দাবি

জাতিসংঘে চলন্ত সিঁড়ি বন্ধ হওয়ার ঘটনাকে নাশকতা বললেন ট্রাম্প, তদন্তের দাবি

যে পরিকল্পনা নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত

যে পরিকল্পনা নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App