লিড নিয়েও জাপানের কাছে হারলো বাংলাদেশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৮:২২ এএম

সেমিফাইনালে জাপানের বিপক্ষে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। ছবি : সংগৃহীত
চীনের দাজহুতে চলমান অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে লিড নিয়েও শেষ পর্যন্ত জাপানের বিপক্ষে সেমিফাইনালে হেরে গেছে বাংলাদেশের বালক দল। একই দিনে জয়বঞ্চিত হয়েছে বাংলাদেশের বালিকা দলও। তবে দুই দলই এখন তৃতীয় স্থানের জন্য লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।
শনিবার (১২ জুলাই) অনুষ্ঠিত বালক বিভাগের সেমিফাইনালে জাপানের বিপক্ষে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই দুই গোল করে এগিয়ে যায় লাল-সবুজের যুবারা। দ্বিতীয় কোয়ার্টারে স্কোরলাইন দাঁড়ায় ৩-২। কিন্তু তৃতীয় কোয়ার্টারে কোনো গোল না হলেও শেষ কোয়ার্টারে জাপান আক্রমণাত্মক হকির প্রদর্শনীতে বাংলাদেশকে চাপে ফেলে দেয়। একের পর এক তিনটি গোল করে ফাইনালের টিকিট নিশ্চিত করে জাপান। ফলে বাংলাদেশকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হচ্ছে।
আগামী রোববার তৃতীয় স্থানের লড়াইয়ে বাংলাদেশের বালক দলের প্রতিপক্ষ মালয়েশিয়া।
আরো পড়ুন : শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
অন্যদিকে, অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে প্রথমবারের মতো খেলতে যাওয়া বাংলাদেশের বালিকা দলও সুপার ফোরে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। কাজাখস্তানের বিপক্ষে তারা ম্যাচের ৫৯ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল। তবে ম্যাচের একেবারে শেষ দিকে কাজাখস্তান পেনাল্টি স্ট্রোকের সুযোগ পায়। সেই স্ট্রোক থেকে গোল করে সমতা ফেরায় ২-২ গোলে।
এর আগে ম্যাচের ৮ মিনিটে কাজাখস্তান প্রথমে লিড নিয়েছিল। এরপর ৩০ ও ৩৩ মিনিটে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন তিশা ও রিমন শারিকা।
প্রথমবারের মতো এশিয়া কাপের এই আসরে অংশ নিয়েই নারী দল তৃতীয় স্থানের জন্য লড়াইয়ের সুযোগ পেয়েছে। রোববার তৃতীয় স্থানের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কাজাখস্তানই।
বাংলাদেশের বালক দলের এশিয়া কাপে সাফল্যের ইতিহাসও আছে। ঢাকায় অনুষ্ঠিত যুব এশিয়া কাপে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। সেই ফাইনালে একেবারে শেষ মুহূর্তে ভারতের কাছে গোল খেয়ে হাতছাড়া হয়েছিল শিরোপা।