×

ভারত

জরুরি বৈঠকে বসছেন নেতানিয়াহু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৪:৫৫ পিএম

জরুরি বৈঠকে বসছেন নেতানিয়াহু

ছবি : সংগ্রহীত

ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। কাতারের রাজধানী দোহায় এ বিষয়ে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি বৈঠক ডেকেছেন।

রবিবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। এতে কয়েকজন মন্ত্রী উপস্থিত থাকবেন। তবে এক ইসরায়েলি মন্ত্রীর সহযোগী সংবাদমাধ্যমকে নিশ্চিত করেননি যে এই বৈঠকের মূল বিষয়বস্তু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি নিয়ে আলোচনা হবে কিনা।

বৈঠকে উপস্থিত থাকবেন উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির ও অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ। তারা গাজায় হামাসের সঙ্গে কোনো ধরনের চুক্তির তীব্র বিরোধিতা করে আসছেন। এই দুই মন্ত্রী জানিয়েছেন, চুক্তি হলে তারা নেতানিয়াহুর জোট ত্যাগ করবেন এবং সরকার পতনের জন্য চাপ সৃষ্টি করবেন।

অন্যদিকে, গাজায় এখনো যারা জিম্মি অবস্থায় রয়েছেন, তাদের পরিবারের সদস্যরা ইসরায়েলি সরকারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছেন। শনিবার রাতেও বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন তারা, সরকারের কাছ থেকে কার্যকর পদক্ষেপের দাবি জানাতে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসলামিক জিহাদ ইসরায়েলের বেশ কয়েকটি অবৈধ বসতিতে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে গাজায় জিম্মি করে নিয়ে যায়। ওই বছরের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতিতে শতাধিক জিম্মি মুক্তি পান। এরপর থেকে সামরিক অভিযানের মাধ্যমে জিম্মিদের উদ্ধারের চেষ্টা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে অধিকাংশ জিম্মিকে তারা মৃত অবস্থায় উদ্ধার করে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App