×

ভারত

ক্ষুব্ধ ট্রাম্প, ২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর আরো শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৮:২৭ এএম

ক্ষুব্ধ ট্রাম্প, ২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর আরো শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত না হওয়ায় এবং রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করায় আবারও ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। যদিও শুল্ক বৃদ্ধির হার বা নির্দিষ্ট পণ্যের তালিকা এখনও প্রকাশ করেননি তিনি।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভারত ভালো ব্যবসায়িক বন্ধু নয়। তারা আমাদের সঙ্গে ব্যবসা করে ঠিকই, কিন্তু আমরা ওদের বাজারে প্রবেশ করতে পারি না।

এমন মন্তব্যের পাশাপাশি ট্রাম্প ঘোষণা দেন, ভারতীয় পণ্যের ওপর ‘উল্লেখযোগ্য’ শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।

এর আগেও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেন, ভারত শুধু বিপুল পরিমাণে রাশিয়ার তেলই কিনছে না, বরং সে তেল আন্তর্জাতিক বাজারে মুনাফার জন্য বিক্রিও করছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভূমিকা এবং এর ফলে হাজারো মানুষের প্রাণহানির বিষয়েও ভারতের কোনও ভ্রুক্ষেপ নেই।

আরো পড়ুন : ভারতের উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডব, নিহত ৪, নিখোঁজ অনেক

তিনি বলেন, এই কারণে আমি ভারতের ওপর আরও শুল্ক বাড়াবো এবং তাদেরকে এ আচরণের জন্য শাস্তি পেতে হবে।

ট্রাম্পের এই হুঁশিয়ারির জবাবে নয়াদিল্লি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে আমেরিকা ও ইউরোপ বারবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারতকে নিশানা করছে। এটি শুধু অনুচিতই নয়, বরং পুরোপুরি অযৌক্তিকও।

উল্লেখ্য, গত সপ্তাহেই ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছিলেন ট্রাম্প। সেইসঙ্গে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য ভারতকে ‘জরিমানা’ দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

বর্তমানে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে দর কষাকষি চলছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের একের পর এক মন্তব্য ও হুমকি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১২৬০০ ফুট উঁচু থেকে হঠাৎ নেমে আসা পানিতে ভেসে গেছেন ৯ সেনা

১২৬০০ ফুট উঁচু থেকে হঠাৎ নেমে আসা পানিতে ভেসে গেছেন ৯ সেনা

হিরোশিমায় পারমাণবিক বিভীষিকার ৮০ বছর

হিরোশিমায় পারমাণবিক বিভীষিকার ৮০ বছর

৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

আম্পায়ারের সমালোচনা করে শাস্তি পেলেন অজি অলরাউন্ডার

আম্পায়ারের সমালোচনা করে শাস্তি পেলেন অজি অলরাউন্ডার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App