×

রাজনীতি

ভালুকায় বহিষ্কৃত বিএনপি নেতার এমপি নির্বাচনে প্রচারণা, তৃণমূলে অসন্তোষ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম

ভালুকায় বহিষ্কৃত বিএনপি নেতার এমপি নির্বাচনে প্রচারণা, তৃণমূলে অসন্তোষ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় বহিষ্কৃত বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু দলের নাম ভাঙিয়ে এমপি নির্বাচনের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এতে উপজেলার তৃণমূল কর্মীরা বিএনপির দ্বৈতনীতি ও স্ববিরোধী অবস্থানের কারণে হতাশ। সুশীল সমাজ, পেশাজীবী ও বিবেকবান মানুষজন ও দলের নীতিনির্ধারণী নেতৃবৃন্দের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছেন বলে অভিযোগ উঠেছে। 

ভালুকার ব্র্যাক এনজিওর নার্সারির জমি দখল ও বিভিন্ন মিল-ফ্যাক্টরিতে চাঁদাবাজির অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা হয়। এ ব্যাপারে দলের পক্ষ থেকে যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেন।

তবে বহিষ্কৃত ফখরুদ্দিন আহমেদ বাচ্চু দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নিজস্ব দলবল নিয়ে দলের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং ভালুকায় চাঁদাবাজি অব্যাহত রেখেছেন। ইদানীং লক্ষ করা যাচ্ছে যে, ফখরুদ্দিন আহমেদ বাচ্চু তৃণমূল কর্মীদের মাঝে ছড়িয়েছেন যে তিনি স্থায়ী কমিটির কয়েকজনকে ম্যানেজ করেছেন এবং মনোনয়ন পাবেন। গত রবিবারও ফখরুদ্দিন আহমেদ বাচ্চু পক্ষের ছাত্রদল নামধারী উচ্ছৃঙ্খল ছেলেরা ভালুকা থানার সামনে বিক্ষোভ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা বলেন, দলে যদি পুনরায় বহিষ্কৃত কর্মীকে মূল্যায়ন করা হয়, তাহলে সারা দেশে বিএনপির চেইন অব কমান্ড সম্পর্কে জনগণের মধ্যে খারাপ ধারণা সৃষ্টি হতে পারে এবং চাঁদাবাজিসহ অন্যান্য অনিয়মের পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (সিগনেটরি) সালাউদ্দিন আহমেদ বলেন, ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে তার উচ্ছৃখল কর্মকাণ্ড, চাঁদাবাজি, জমি দখল, সংগঠন বিরোধী কার্যকলাপসহ নানা কারণে প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এখন ভবিষ্যৎ আশায় যদি এমপি নির্বাচনের প্রচারণা চালায় তাহলে কারো কিছু বলার নেই। এটা নিজস্ব এখতিয়ার। সে গায়ের জোরে সবকিছু করে। আইন কানুনের তোয়াক্কা কখনও করেনি। সাধারণ মানুষের কাছে তার কোনও গ্রহণযোগ্যতা নেই। সবাই তাকে ভয় পায়। বিশেষ করে তৃণমূল বিগত কর্মকাণ্ডে মন থেকে মুছে ফেলছে। কাজেই তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই।

ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কেউ যদি দল থেকে বহিষ্কারের পরও এমপি নির্বাচনের প্রচার-প্রচারণা চালায় এটা তার একান্ত ব্যক্তিগত। অলরেডি ওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। তারপরও কিভাবে প্রচারণা চালায় তা আমার জানা নেই। একটা মুরগি একবারই জবাই হয়। এবারের নির্বাচনে সনাতনী পদ্ধতি ব্যবহার হবে না আধুনিক পদ্ধতি ব্যবহার হবে তা সঠিক বলা যাচ্ছে না। আনুষ্ঠানিকভাবে দলের সার্বিক পর্যালোচনা সাপেক্ষে বলা যাবে। বিষয়টি টপ সিক্রেট। তারেক রহমান সাহেব কোত্থেকে নির্বাচন করবেন, মির্জা ফখরুল সাহেব কোত্থেকে নির্বাচন করবেন, আমি কোত্থেকে করবো তা এখন বলা যাচ্ছে না। সে সময়ের জন্য অপেক্ষা করতে হবে। দল থেকে এ ধরনের কোনও গ্রিন সিগনাল, রেড সিগনাল, হোয়াইট সিগন্যাল দেয়া হয়নি। সারা দেশেই যারা দলীয় কর্মকাণ্ড বিরোধী কাজ করেছে তাদেরকে দল থেকে সম্পূর্ণরূপে বাদ দেয়া হয়েছে। কেউ যদি ক্ষমা প্রার্থী হয়ে আসে সেটাও দলীয় বিবেচনাধীন। এ বিষয়ে দলের হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা কিছু বলতে পারব না। 

উল্লেখ্য শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। গত ১ সেপ্টেম্বর (সোমবার) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসব লালু-ভুলুদের দিয়ে ভারতকে হারানো যাবে না: শোয়েব

পিসিবিকে তুলোধনা এসব লালু-ভুলুদের দিয়ে ভারতকে হারানো যাবে না: শোয়েব

হাসিনার মামলার সর্বশেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ, জেরার দিন নির্ধারণ

হাসিনার মামলার সর্বশেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ, জেরার দিন নির্ধারণ

ভালুকায় বহিষ্কৃত বিএনপি নেতার এমপি নির্বাচনে প্রচারণা, তৃণমূলে অসন্তোষ

ভালুকায় বহিষ্কৃত বিএনপি নেতার এমপি নির্বাচনে প্রচারণা, তৃণমূলে অসন্তোষ

গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনার পক্ষে মুসলিম দেশগুলোর সমর্থন

গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনার পক্ষে মুসলিম দেশগুলোর সমর্থন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App