×

ভারত

বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত : রাজনাথ সিং

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:১১ পিএম

বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত : রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি করতে চায় না ভারত, এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একই সঙ্গে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসকে নিজের বিবৃতির শব্দচয়নে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। খবর ফার্স্টপোস্টের।

ভারতের সংবাদমাধ্যম নেটওয়ার্ক–১৮ গ্রুপের শীর্ষ সম্পাদক রাহুল জোশিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি।

রাজনাথ সিং বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চাই না। তবে ইউনূসের উচিত হবে নিজের বিবৃতির শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকা।

তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই- ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। তবুও আমাদের মূল লক্ষ্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের সম্পর্ক শুরু থেকেই টানাপোড়েনপূর্ণ। সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনা আরো তীব্র হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফস কমিটি (সিজিসিএসসি)-এর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ড. ইউনূস। উল্লেখ্য, পাকিস্তান ও তুরস্ক উভয় দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই তিক্ত।

আরো পড়ুন : অতিথি শেখ হাসিনাকে ভারত কি ধীরে ধীরে 'আনলক' করতে দিচ্ছে?

তুর্কি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন তুরস্কের এমপি মেহমেত আকিফ ইলমাজ। বৈঠক শেষে ইউনূস তাদের প্রত্যেককে উপহার দেন ‘আর্ট অব ট্রায়াম্ফ’ নামের একটি সংকলনগ্রন্থ, যেখানে ২০২৪ সালের জুলাই–আগস্ট আন্দোলনের ছবি ও গ্রাফিতি অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ–১৮ অভিযোগ করেছে, বইটিতে “গ্রেটার বাংলাদেশ” নামের একটি মানচিত্র সংযোজন করা হয়েছে, যেখানে ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। সংবাদমাধ্যমটির দাবি, ওই সংকলনে আসাম দখল–পরবর্তী প্রশাসনিক পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন

প্রেম নিয়ে টিপস দিলেন কোয়েল

প্রেম নিয়ে টিপস দিলেন কোয়েল

নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে গণবিজ্ঞপ্তি

নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে গণবিজ্ঞপ্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App