×

ভারত

রাশিয়ার সঙ্গে ১০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর ভারতের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

রাশিয়ার সঙ্গে ১০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর ভারতের

ছবি : সংগৃহীত

আগামী পাঁচ বছরের মধ্যে ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে দুই দেশ। এই লক্ষ্য বাস্তবায়নে গত বছর উভয় দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার। খবর ইকোনমিক টাইমসের।

সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের হলেও গত বছরটি ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ ওই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের একটি প্রস্তাব উপস্থাপন করা হয়, যা অত্যন্ত সফলভাবে গৃহীত হয়।

আরো পড়ুন : ভারত–চীন সম্পর্ক উন্নয়নের বার্তা শি জিনপিংয়ের

বিনয় কুমার জানান, প্রেসিডেন্ট পুতিন প্রস্তাবে সম্মতি দেওয়ার পর ২০৩০ সালের মধ্যে ভারত-রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে একটি চুক্তিতে দুই দেশের কর্মকর্তারা স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন নতুন খাত যুক্ত করা হচ্ছে এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে মুক্ত বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৬৮.৭ বিলিয়ন ডলারে, যা দুই দেশের পারস্পরিক বাণিজ্যে সর্বোচ্চ রেকর্ড। তবে এই বাণিজ্যের বড় একটি অংশই ছিল রাশিয়ার অপরিশোধিত তেল।

সাক্ষাৎকারে বিনয় কুমার জানান, গত দুই বছর ধরে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বাড়াতে ভারত ও রাশিয়া নিজ নিজ মুদ্রা—রুপি ও রুবল—ব্যবহার করছে। ভবিষ্যতেও এই ব্যবস্থাই বহাল থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করেন। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের মিত্রতা ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচনী প্রচারণায় ময়মনসিংহে তারেক রহমান

নির্বাচনী প্রচারণায় ময়মনসিংহে তারেক রহমান

বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল, যা বলছে বিসিবি

বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল, যা বলছে বিসিবি

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

রাশিয়ার সঙ্গে ১০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর ভারতের

রাশিয়ার সঙ্গে ১০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর ভারতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App