×

আন্তর্জাতিক

ট্রাম্প-বাইডেনের দ্বিতীয় নির্বাচনি দৌড় হবে হাড্ডাহাড্ডি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০১:১৬ পিএম

ট্রাম্প-বাইডেনের দ্বিতীয় নির্বাচনি দৌড় হবে হাড্ডাহাড্ডি

ছবি: রয়টার্স

আগামী বছর দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে নামছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ধারণা করা হচ্ছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হবে। সম্প্রতি পরিচালিত জনমত জরিপে পাওয়া যাচ্ছে এমন তথ্য।

নতুন এ জরিপে জনসমর্থনের দিক থেকে বাইডেনের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্প। খবর রয়টার্সের

প্রতিবেদনটিতে বলা হয়েছে বাইডেনকে সমর্থন দিয়েছেন প্রায় ৩৬ শতাংশ মার্কিন ভোটার, আর ট্রাম্পকে সমর্থন করেছেন ৩৮ শতাংশ। ২৬ শতাংশ ভোটার কাকে সমর্থন করবেন সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি।

৫ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে পরিচালিত এক জরিপে ৪ হাজার ৪১১ জনের মতামত নেয়া হয়। জনমত জরিপ বলছে, রিপাবলিকান শিবিরে প্রেসিডেন্ট পদে মনোনয়নের ক্ষেত্রে এগিয়ে আছেন ট্রাম্প।

এদিকে, নতুন হুমকি হয়ে উঠছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, যিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন। জনসমর্থনের দিক দিয়ে তাকে বাইডেনের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে।

জরিপে বহু ভোটারের মধ্যেই দ্বিতীয়বারের মতো বাইডেন-ট্রাম্পের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা নিয়ে দেখা গেছে অনীহা । ১০ জনের মধ্যে ৬ জন মার্কিনিই বলেছেন, তারা দেশে দ্বিদলীয় ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নন, তৃতীয় কাউকে চান তারা। এই তৃতীয় বিকল্প হয়ে উঠতে পারেন রবার্ট এফ কেনেডি জুনিয়র।

২০২৪ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে ইতিমধ্যে তিনি কাগজপত্র দাখিল করেছেন। সাম্প্রতিক একটি জরিপে কেনেডি জুনিয়রকে বাইডেন এবং ট্রাম্পের পাশাপাশি ২২ শতাংশ ভোটারের সমর্থন পেতে দেখা গেছে। জরিপটিতে ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে কেনেডি জুনিয়রের সমর্থন বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App