×

আন্তর্জাতিক

মালয়েশিয়ার নতুন রাজার সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫ পিএম

মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের সুলতান ইব্রাহিম। গত বুধবার কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদে এক অনুষ্ঠানে শপথ গ্রহণের মাধ্যমে অভিষেক হয় তার। এর মাধ্যমে মালয়েশিয়ার ১৭তম রাজা হন তিনি।  জাঁকজমকপূর্ণ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, গোটা মন্ত্রিসভা এবং রাজপরিবারের সদস্যেরা। নতুন রাজা জোহর সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সম্পত্তির তালিকা শুনলে কিন্তু হতভম্ব হতে হয়।

মালয়েশিয়ায় রাজা হওয়ার অদ্ভুত এক নিয়ম রয়েছে। সে দেশে রয়েছে ন’টি রাজপরিবার। প্রত্যেক পরিবারের সদস্যেরা পাঁচ বছর করে রাজা হন। এর আগে পাঁচ বছর রাজা ছিলেন সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহ। তিনি এখন নিজের হোম স্টেট পাহাং সামলাবেন। শাহের জায়গায় রাজা হলেন ইব্রাহিম।

ইব্রাহিমের বয়স ৬৫ বছর। রাজা হওয়ার আগেই তিনি কোটি কোটিপতি। নির্মাণ থেকে টেলিকম, একাধিক ব্যবসা রয়েছে তাঁর। রয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ইব্রাহিমের স্ত্রী রাজা জারিথ সোফিয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি এক জন সাহিত্যিক। শিশুদের জন্য বহু বই লিখেছেন তিনি। ইব্রাহিম এবং সোফিয়ার পাঁচ ছেলে এবং এক মেয়ে রয়েছে।

ব্লুমবার্গ বলছে ইব্রাহিমের মোট সম্পত্তির পরিমাণ ৫৭০ কোটি ডলার। দেশের বিভিন্ন বেসরকারি সংস্থা, নির্মাণ সংস্থায় বিনিয়োগ রয়েছে রাজার। বলা হয়, মালয়েশিয়ায় তিনিই সব থেকে ধনী ব্যক্তি। ইব্রাহিমের ৩০০টি গাড়ি রয়েছে। এরমধ্যে বেশির ভাগেরই দাম কোটি টাকার উপরে। ইব্রাহিমের গ্যারেজে রয়েছে ১৯৮০ সালের একটি ফেরারি টেস্টারোসা এবং উজ্জ্বল গোলাপি রঙের রোলস রয়েস। ১৯২৬ সালের একটি মার্সিডিজ ৫৪০ রয়েছে রাজার। সেই গাড়িটি আদতে ছিল জার্মান একনায়ক অ্যাডল্ফ হিটলারের। ইব্রাহিমের প্রপিতামহকে সেই গাড়ি উপহার দিয়েছিলেন স্বয়ং হিটলার।

ফেসবুক, টিকটক-সহ বিভিন্ন সমাজমাধ্যমে দারুণ সক্রিয় ইব্রাহিম। সেখানে প্রায়ই তিনি নিজের গাড়ি, মোটরবাইকের সম্ভার তুলে ধরেন। হিটলারের সেই গাড়ির কথা ২০১৩ সালে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন ইব্রাহিম। সেই ভিডিও এখন ভাইরাল। এখানেই শেষ নয়। একাধিক ব্যক্তিগত বিমান রয়েছে ইব্রাহিমের। তার মধ্যে তিনটি ‘গাল্ফস্ট্রিম’ সংস্থার বিমান রয়েছে।

ইব্রাহিমের একটি বোয়িং-৭৩৭ বিমানও রয়েছে। সেই বিমানে চাপতে পারেন ৮৫ থেকে ২১৫ জন। ইব্রাহিমের প্রাসাদে রয়েছে আস্ত এক চিড়িয়াখানা। তাঁর পোষ্যের তালিকা শুনলে চমকে উঠতে হয়। বাঘ, সিংহ, কুমির পুষেছেন তিনি।

মালয়েশিয়া, সিঙ্গাপুরে কোটি কোটি টাকার জমি রয়েছে রাজার। দুই দেশে প্রায় ৪০০ কোটি ডলারের জমি রয়েছে তাঁর। সিঙ্গাপুরের কাছে কৃত্রিম দ্বীপে তিনি তৈরি করিয়েছেন আস্ত এক শহর। সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরের মধ্যে ট্রেন পরিষেবা চালুর বিষয়ে উদ্যোগী হয়েছেন ইব্রাহিম। ব্যক্তিগতভাবে সেই পরিকাঠামো তৈরি করতে উদ্যোগী হয়েছেন তিনি। ব্যক্তিগত সেনাবাহিনীও রয়েছে ইব্রাহিমের। মালয়েশিয়ায় নিয়মতান্ত্রিক প্রধান হলেন রাজা। তবে প্রশাসনিক ক্ষমতা রয়েছে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার হাতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামী

মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামী

গণভোটে ঐকমত্য না হলে সরকারই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত: আসিফ নজরুল

গণভোটে ঐকমত্য না হলে সরকারই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত: আসিফ নজরুল

সংকটময় মুহূর্তে দেশ, ভবিষ্যৎ নির্ধারণ করবে আসন্ন নির্বাচন: সিইসি

সংকটময় মুহূর্তে দেশ, ভবিষ্যৎ নির্ধারণ করবে আসন্ন নির্বাচন: সিইসি

প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App