রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সৌদি ক্রাউন প্রিন্সের বৈঠক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭ এএম
সের্গেই লাভরভ। ছবি: সংগৃহীত
সৌদি আরবে সরকারি সফরে গিয়ে সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন। রাশিয়া ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়েই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে। তবে বৈঠকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে, লাভরভ সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথে বৈঠক করেন। তবে মস্কো এই বৈঠকের কোনো নির্দিষ্ট আলোচ্যসূচির বিবরণ প্রকাশ করেনি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে জানিয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যকার সম্পর্ক ও যৌথ সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা হয়েছে।
এদিকে, রাশিয়া-জিসিসি (গালফ কোঅপারেশন কাউন্সিল) স্ট্র্যাটেজিক ডায়ালগের সপ্তম মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে লাভরভ জিসিসি মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইয়ির সঙ্গেও বৈঠক করেছেন।
আরো পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর ষড়যন্ত্রে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার
উল্লেখ্য, রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ রবিবার সৌদি আরবে সরকারি সফরে পৌঁছান।
