×

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের শঙ্কা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৭ পিএম

বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের শঙ্কা!

গত বছর মেক্সিকো চীনকে ছাড়িয়ে গিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির শীর্ষ দেশ হয়ে উঠেছিল। তবে এটি পরিবর্তিত হতে পারে, কারণ নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর পণ্যের ওপর নতুন সার্বিক শুল্ক আরোপের হুমকি দিচ্ছেন। ছবি: সংগৃহীত।

   

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। ট্রাম্প কানাডা এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি চীনা পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই পদক্ষেপ বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে।

ট্রাম্পের ঘোষণার পরই কানাডা প্রতিক্রিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। শুধু তাই নয়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আমেরিকান পণ্য বর্জনের ডাক দিয়েছেন। 

তিনি বলেন, আমেরিকান পণ্য কম কিনুন, কানাডিয়ান পণ্য ব্যবহার করুন। ট্রুডো আরো হুঁশিয়ারি দিয়েছেন যে, এই শুল্ক নীতির কারণে আমেরিকান কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং কানাডায় আমেরিকান কারখানা বন্ধের সম্ভাবনাও তৈরি হতে পারে।

এদিকে চীনও ট্রাম্পের শুল্ক নীতির কড়া সমালোচনা করেছে। বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই শুল্ক বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) নিয়মের পরিপন্থী। চীন জানিয়েছে, তারা ডাব্লিউটিও-তে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে এবং প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেবে। তবে এখনো চীন স্পষ্ট করে জানায়নি, তারা কী ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম পারদো জানিয়েছেন, মেক্সিকো কোনো সংঘাতে যেতে চায় না, তবে আমরা ‘প্ল্যান বি’ প্রস্তুত রেখেছি।” তিনি আরো জানান, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। তবে তা ফলপ্রসূ না হলে মেক্সিকো আমেরিকান পণ্যের ওপর ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারে। এতে মাংস, চিজ, স্টিল এবং অ্যালুমিনিয়ামের মতো পণ্য অন্তর্ভুক্ত থাকবে।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, এই দেশগুলো যদি প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তাহলে আরো বেশি শুল্ক আরোপ করা হবে। তবে কানাডা ইতিমধ্যেই এই হুমকিকে অগ্রাহ্য করেছে, এবং চীন ও মেক্সিকোও একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই শুল্ক নীতির ফলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা ব্যাহত হতে পারে এবং বাজারে পণ্যের দাম বৃদ্ধি পেতে পারে, যা বিশ্বের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App