×

আন্তর্জাতিক

হেরোইনের চেয়ে ৫০০ গুণ শক্তিশালী ও বিপজ্জনক: কী এই নতুন মাদক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৯:২২ পিএম

হেরোইনের চেয়ে ৫০০ গুণ শক্তিশালী ও বিপজ্জনক: কী এই নতুন মাদক

ছবি: সংগৃহীত

মাদক সম্পর্কিত প্রতিবেদন ওয়ার্ল্ড ড্রাগ রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘ। এই প্রতিবেদনের যেসব তথ্য উঠে এসেছে তা বেশ উদ্বেগজনক। প্রচলিত অন্যতম মাদক ফেন্টানিল-সম্পর্কিত মৃত্যু হ্রাস পেলেও নিটাজেন নামক নতুন এক উদ্বেগের কারণ হয়ে উঠছে।

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক বিভাগের (ইউএনওডিসি) গবেষণা প্রধান অ্যাঞ্জেলা মি বলেছেন, হেরোইনের চেয়ে ৫০০ গুণ বেশি শক্তিশালী ও বিপজ্জনক হলো নিটাজেন। তিনি জানান, এগুলো যেকোনো জায়গায় খুবই কম খরচে তৈরি এবং ডাকযোগে সরবরাহ করা যায়।

নিটাজেন এক ধরনের অত্যন্ত শক্তিশালী সিনথেটিক ওপিওয়েড, যা প্রাথমিকভাবে বেদনানাশক হিসেবে ১৯৫০ ও ৬০-এর দশকে তৈরি হয়েছিল। কিন্তু অত্যধিক বিষাক্ততার কারণে ওষুধ হিসেবে অনুমোদিত হয়নি। এটি এখন মাদক হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

মি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা মাদক পাচারকারী সংস্থাগুলোর জন্য আরও বেশি পাচারের সুযোগ এবং সম্ভবত সিনেথেটিক মাদক উৎপাদনের সুযোগ তৈরি করে দিয়েছে। যেমনটি আমরা সম্প্রতি সিরিয়ায় দেখেছি।

ওয়ার্ল্ড ড্রাগ রিপোর্ট অনুসারে, এশিয়া ও আফ্রিকাজুড়ে কোকেন পাচারকারীরা নতুন নতুন বাজারে প্রবেশ করছে। ২০২৩ সালে কোকেনের উৎপাদন, জব্দ ও ব্যবহার সবগুলোই নতুন উচ্চতায় পৌঁছে। যার ফলে কোকেন বিশ্বের দ্রুততম বর্ধনশীল অবৈধ মাদকে পরিণত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বব্যাপী সংঘাত মাদক-সম্পর্কিত অপরাধের ক্ষেত্রে ভূমিকা রাখছে, যা একসময় ল্যাটিন আমেরিকাতেই সীমাবদ্ধ ছিল। 

ইউএনওডিসির নির্বাহী পরিচালক ঘাদা ওয়ালি বলছেন, সংগঠিত মাদক পাচারকারী গোষ্ঠীগুলো বিশ্বব্যাপী সংকটের মধ্যে নিজেদের মানিয়ে নিচ্ছে, কাজে লাগাচ্ছে এবং দুর্বল জনগোষ্ঠীকে টার্গেট করছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার

চলতি বছরই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

চলতি বছরই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

রাজশাহীতে আওয়ামী লীগের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৬

রাজশাহীতে আওয়ামী লীগের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৬

বিএনপির প্রয়াত নেতা সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পায়নি সিআইডি

মানিলন্ডারিং বিএনপির প্রয়াত নেতা সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পায়নি সিআইডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App